নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত ৩০ জুলাই খুন হন ব্যবসায়ী সাইফুল ইসলাম। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার মাদারীপুর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যার মূল পরিকল্পনাকারী সুমন ওরফে কালা সুমন (৩০), মো. তুহিন হোসেন (৪২) ও মো. খোকন মাতবর ওরফে কালা খোকন (৩৯)।
আজ শুক্রবার এ তথ্য জানান র্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এম ফখরুল হাসান। এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজনকে গত ৩১ জুলাই গ্রেপ্তার করেছিল র্যাব। তাঁরা হলেন মো. রাজন হোসেন (৩১), মো. জানে আলম (৩৬), মো. সুমন ওরফে গর্দা সুমন (২৫), মো. লিটন হোসেন (২৬), মো. দিপু (২৩), মো. সরোয়ার আকন্দ (২৬) ও মো. সজীব (২৯)।
এম ফখরুল হাসান বলেন, গত ৩০ জুলাই রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় সাইফুল ইসলাম নামে এক পোশাক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার র্যাব-১০-এর একটি আভিযানিক দল র্যাব-৮-এর সহযোগিতায় মাদারীপুর ও ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাইফুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সুমন ওরফে কালা সুমন (৩০) ও মো. তুহিন হোসেনকে (৪২) গ্রেপ্তার করে। এ ছাড়া র্যাব-১০-এর অপর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বয়েজ ক্লাব এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. খোকন মাতবর ওরফে কালা খোকনকে (৩৯) গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, আসামিরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাঁরা ওই হত্যা মামলা রুজুর পর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। এ ছাড়া সুমন ওরফে কালা সুমনের বিরুদ্ধে ডাকতি, চুরি, মাদকসহ পাঁচটি মামলা, তুহিনের বিরুদ্ধে চারটি মাদক মামলা এবং খোকন মাতবর ওরফে কালা খোকনের বিরুদ্ধে চুরি, মাদকসহ পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত ৩০ জুলাই খুন হন ব্যবসায়ী সাইফুল ইসলাম। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার মাদারীপুর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যার মূল পরিকল্পনাকারী সুমন ওরফে কালা সুমন (৩০), মো. তুহিন হোসেন (৪২) ও মো. খোকন মাতবর ওরফে কালা খোকন (৩৯)।
আজ শুক্রবার এ তথ্য জানান র্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এম ফখরুল হাসান। এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজনকে গত ৩১ জুলাই গ্রেপ্তার করেছিল র্যাব। তাঁরা হলেন মো. রাজন হোসেন (৩১), মো. জানে আলম (৩৬), মো. সুমন ওরফে গর্দা সুমন (২৫), মো. লিটন হোসেন (২৬), মো. দিপু (২৩), মো. সরোয়ার আকন্দ (২৬) ও মো. সজীব (২৯)।
এম ফখরুল হাসান বলেন, গত ৩০ জুলাই রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় সাইফুল ইসলাম নামে এক পোশাক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার র্যাব-১০-এর একটি আভিযানিক দল র্যাব-৮-এর সহযোগিতায় মাদারীপুর ও ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাইফুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সুমন ওরফে কালা সুমন (৩০) ও মো. তুহিন হোসেনকে (৪২) গ্রেপ্তার করে। এ ছাড়া র্যাব-১০-এর অপর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বয়েজ ক্লাব এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. খোকন মাতবর ওরফে কালা খোকনকে (৩৯) গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, আসামিরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাঁরা ওই হত্যা মামলা রুজুর পর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। এ ছাড়া সুমন ওরফে কালা সুমনের বিরুদ্ধে ডাকতি, চুরি, মাদকসহ পাঁচটি মামলা, তুহিনের বিরুদ্ধে চারটি মাদক মামলা এবং খোকন মাতবর ওরফে কালা খোকনের বিরুদ্ধে চুরি, মাদকসহ পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে