Ajker Patrika

ডেমরায় ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

কদমতলী (ঢাকা) প্রতিনিধি
ডেমরায় ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরায় ফারহানা আক্তার শিল্পী (৪৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে হাজীনগরের বিক্রমপুর টাওয়ারের সেবা ক্লিনিকের চতুর্থ তলার একটি ফ্ল্যাটের দরজা ভেড়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ডেমরা থানা-পুলিশ। তবে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক গত ২ দিন ধরে ফারহানা তাঁর ফ্ল্যাটের দরজা খোলেননি। এ ঘটনায় ওই ভবনের দায়িত্বে থাকা ব্যক্তি ও মালিক পুলিশকে খবর দেন। পরে তাদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওই চিকিৎসককে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা সঙ্গে কথা বলে জানা যায়, ফারহানা আক্তার শিল্পী ওই ভবনের ভাড়াটিয়া। তিনি বরিশালের কোতোয়ালি থানার আলেফডাঙ্গা পলিটেকনিক্যাল রোডের মৃত আবু জাফর হাওলাদারের মেয়ে। তাঁর স্বামীর নাম আনোয়ার হোসেন। তিনি ফ্ল্যাটে একা থাকতেন। তাঁর স্বামী আরেকটি বিয়ে করে আলাদা থাকেন। একাদশ শ্রেণিতে পড়ুয়া তাঁর ছেলে মগবাজারে বাবার সঙ্গে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য জানা যাবে। ওই নারীর ভাই এসেছেন। আর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত