Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ১৫
গ্রিন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ

বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টার-২০২৩ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় পড়ালেখার পাশাপাশি নানামুখী দক্ষতা অর্জনের ওপর জোর দেন বক্তারা। তাঁরা বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রযুক্তির জ্ঞান জরুরি। তবে সেই সঙ্গে সততা ও মানবিক মূল্যবোধও অর্জন করতে হবে।’

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার্থীদের দ্বিতীয় জীবনের পর্যায়। আর পিতা-মাতার পর সবচেয়ে বেশি আপনজন এখানকার শিক্ষকবৃন্দ। তাই আগামী চার বছর শিক্ষকদের থেকে জ্ঞান নিয়ে পিতা-মাতার জন্য “বেস্ট উপহার” হয়ে উঠতে হবে। এ সময় মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন গুণাবলি মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ বলেন, ‘অত্যাধুনিক যুগে সার্টিফিকেটের পাশাপাশি দক্ষতা ও যোগ্যতাও সমানভাবে প্রয়োজন। গ্রিন ইউনিভার্সিটির প্রত্যেক শিক্ষার্থীকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে।’

গ্রিন ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টার-২০২৩ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ।সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষার্থীদের অধিক মাত্রায় সতর্ক হওয়ার আহ্বান জানান আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া হলো যোগযোগের বন্ধন। এটি যেন অসৎ উদ্দেশ্যে ব্যবহার না হয়, সে বিষয়ে সবাইকে সাবধান হতে হবে।’

বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ বলেন, ছাত্রজীবনের প্রত্যেকটি মুহূর্ত শিক্ষা গ্রহণ করা জরুরি। সেই সঙ্গে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে “অ্যাকটিভ লার্নিং” ও সমস্যা সমাধানকারী হয়ে ওঠাও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কলা-কৌশলসহ বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার পিএইচডি (অব.)।

রেজিস্ট্রার বলেন, শিক্ষার্থীদের সফলতাই বিশ্ববিদ্যালয়ের সফলতা। তাঁদের দক্ষতা ও যোগ্যতাই একটি বিশ্ববিদ্যালয়কে উত্তরোত্তর সমৃদ্ধি এনে দিতে পারে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে পাঠদান চালিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের প্রতিটি নিয়ম-নীতি জানতে উদ্বুদ্ধ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত