গোপালগঞ্জ প্রতিনিধি
জেলায় বর্তমান অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় জরুরি সভা করেছে আওয়ামী লীগ। রোববার (১১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাবুদ্দিন আজম জেলাবাসীকে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন সংগ্রাম করার আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার আহ্বান জানিয়ে সেনাবাহিনীর কাজে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, এর পরে কোনো নেতা বা কর্মী যদি বিশৃঙ্খলা করে তাহলে আওয়ামী লীগ তার দায়ভার নেবে না।
শোক দিবস পালনের বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, অন্যান্য বছরের মতো এ বছরও ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানও সেভাবেই পালন করা হবে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গোপালগঞ্জ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের সব স্তরের নেতা কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আন্দোলনে কোনো রকম দেশীয় অস্ত্র প্রদর্শন না করার অনুরোধও করা হয়। গত কয়দিন শান্তিপূর্ণ সমাবেশ হলেও শনিবার (১০ আগস্ট) কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেটা কোনো ভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু না। তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। শনিবার সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ভবিষ্যতে এ রকম কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব জেলা আওয়ামী লীগ বহন করবে না বলেও জানানো হয়। যারা বিশৃঙ্খলা করবে তাদের দুষ্কৃতকারী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার কথাও জানিয়েছে আওয়ামী লীগ।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো আছেন। জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে, তিনিও এই নির্দেশনা দিয়েছেন। শান্তিপূর্ণ সভা-সমাবেশে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য সবার প্রতি শেখ হাসিনা অনুরোধ করেছেন।
উল্লেখ্য, ‘শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করা’র প্রতিবাদে এবং দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা। জমায়েত থেকে সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর এমনকি অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ সেনা সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়। ছিনিয়ে নেওয়া হয় সেনাবাহিনীর দুটি অস্ত্র। পরে তা উদ্ধারও হয়।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে রোববার সকালে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হয় জেলার পরিস্থিতি। রাস্তা ঘাটে স্বাভাবিক যানবাহন চলাচল করতে দেখা যায়। খোলা থাকে অফিস, আদালত, স্কুল কলেজসহ সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
জেলায় বর্তমান অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় জরুরি সভা করেছে আওয়ামী লীগ। রোববার (১১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাবুদ্দিন আজম জেলাবাসীকে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন সংগ্রাম করার আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার আহ্বান জানিয়ে সেনাবাহিনীর কাজে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, এর পরে কোনো নেতা বা কর্মী যদি বিশৃঙ্খলা করে তাহলে আওয়ামী লীগ তার দায়ভার নেবে না।
শোক দিবস পালনের বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, অন্যান্য বছরের মতো এ বছরও ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানও সেভাবেই পালন করা হবে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গোপালগঞ্জ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের সব স্তরের নেতা কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আন্দোলনে কোনো রকম দেশীয় অস্ত্র প্রদর্শন না করার অনুরোধও করা হয়। গত কয়দিন শান্তিপূর্ণ সমাবেশ হলেও শনিবার (১০ আগস্ট) কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেটা কোনো ভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু না। তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। শনিবার সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ভবিষ্যতে এ রকম কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব জেলা আওয়ামী লীগ বহন করবে না বলেও জানানো হয়। যারা বিশৃঙ্খলা করবে তাদের দুষ্কৃতকারী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার কথাও জানিয়েছে আওয়ামী লীগ।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো আছেন। জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে, তিনিও এই নির্দেশনা দিয়েছেন। শান্তিপূর্ণ সভা-সমাবেশে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য সবার প্রতি শেখ হাসিনা অনুরোধ করেছেন।
উল্লেখ্য, ‘শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করা’র প্রতিবাদে এবং দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা। জমায়েত থেকে সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর এমনকি অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ সেনা সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়। ছিনিয়ে নেওয়া হয় সেনাবাহিনীর দুটি অস্ত্র। পরে তা উদ্ধারও হয়।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে রোববার সকালে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হয় জেলার পরিস্থিতি। রাস্তা ঘাটে স্বাভাবিক যানবাহন চলাচল করতে দেখা যায়। খোলা থাকে অফিস, আদালত, স্কুল কলেজসহ সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
২২ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে