Ajker Patrika

বিশেষ পোশাকে গোয়েন্দা পুলিশ, যেভাবে চিনবেন আসল নকল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশেষ পোশাকে গোয়েন্দা পুলিশ, যেভাবে চিনবেন আসল নকল

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স (কিউআর) কোড সংবলিত বিশেষ পোশাক যুক্ত হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে। মঙ্গলবার থেকে ডিবির সব সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে এ জ্যাকেট দেওয়া হবে। 

আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। 

হারুন অর রশীদ বলেন, ‘আজ থেকে আমাদের ডিবির সকল সদস্যদের পৃথক কিউআর কোড সংবলিত নতুন জ্যাকেটে যুক্ত হয়েছে। এই জ্যাকেটে কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে ডিবির নিজস্ব সার্ভারে। মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাঁদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।’ 

অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ডিএমপির ডিবি পুলিশ সদস্যরা এখন যে জ্যাকেট পরিধান করে অভিযান চালাচ্ছে তা বেশ পুরোনো। দীর্ঘ দিন ধরে এ জ্যাকেট ব্যবহারের ফলে অনেক প্রতারক চক্র বাইরে থেকে এটি তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে। অনেক সময় মানুষকে ফাঁদে ফেলারও অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন সময় জ্যাকেটটির হুবহু কপি ভুয়া ডিবি সদস্যদের কাছে পাওয়া গেছে।’ 

ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হতে হয় সেজন্য ডিবিতে সংযোজন করা হচ্ছে নতুন জ্যাকেট। কিউআর কোড ছাড়াও পোষাকে এমন কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা থাকছে যার ফলে জ্যাকেটটি জালিয়াতি করা অসম্ভব হবে। 

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স (কিউআর) কোড সংবলিত বিশেষ পোশাকে ডিবির সদস্যরা। ছবি: আজকের পত্রিকাডিবি প্রধান বলেন, ‘নতুন জ্যাকেটে রয়েছে আমাদের মেধা-মননের বিশেষ সমন্বয়। কিউআর কোডসহ বিভিন্ন দৃশ্যমান ও গোপন বৈশিষ্ট্য সংবলিত যে জ্যাকেটটি আমরা ব্যবহার করতে যাচ্ছি, তাতে আমাদের সদস্যদের মধ্যে কর্মতৎপরতা বৃদ্ধির পাশাপাশি জনগণের কাছে ডিএমপির ডিবিকে নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ 

জ্যাকেটের বৈশিষ্ট্য-
১. ডিএমপি ডিবির নতুন জ্যাকেটে এ প্রথম গোপনীয় নম্বর, গোয়েন্দা বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে কুইক রেসপন্স কোড বা কিউআর কোডের ব্যবস্থা রয়েছে। সন্দেহ হলেই যে কেউ ডিবি পোশাকে থাকা কিউআর কোড স্ক্যান করে ওই ব্যক্তি ডিবির প্রকৃত সদস্য কি না তা শনাক্ত করতে পারবে। 
২. নতুন জ্যাকেটে ডিবি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের রঙিন লোগো ব্যবহার করা হয়েছে যা সহজেই দৃশ্যমান। 
৩. জ্যাকেটে রাত্রিকালীন আলোতে দূর থেকে ডিবি পুলিশের উপস্থিতি বোঝা যাবে। 
৪. নতুন ডিবি জ্যাকেটে বিভিন্ন পকেটের সুবিধা রয়েছে, অভিযানকালে ডিবি সদস্যরা প্রয়োজনীয় নোটবুক, কলম ও কাগজপত্র নিরাপদে রাখতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত