ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০: ১৪
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৪০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে বিভিন্ন জেলাগামী মানুষ। 

সরেজমিনে জানা গেছে, আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। মহাসড়কের গজারিয়া ও দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। 

কুমিল্লাগামী একটি মাইক্রোবাসের চালক মফিজুল ইসলাম বলেন, ‘মেঘনা টোলপ্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাস স্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লায় পৌঁছাব। প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহনের চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।’ 

দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়া একটি বাসের যাত্রী মকবুল হোসেন বলেন, ‘সড়কে দুর্ঘটনার কারণে যানজট হয়েছে। সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠি। দাউদকান্দি ব্রিজ থেকে যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় মনে হয় ৬-৭ কিলোমিটার আসতে পেরেছি।’ 

পিকআপ ভ্যানের চালক আকাশ বলেন, ‘অনেক চালক ট্রাফিক আইন না মেনে উল্টো পথে গাড়ি নিয়ে সামনে যেতে চাওয়ায় যানজট কমানো যাচ্ছে না।’ 

বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, ‘আজ ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদনগর এলাকায় কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত