নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের শেষ দিন আজ রোববার খুলে দেওয়া হয়েছে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। আর এতে চালু হওয়ার এক বছর দুই দিনের মাথায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবগুলোতেই যাত্রী ওঠানামার জন্য থেমেছিল মেট্রোরেল।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, আজ আগারগাঁও থেকে মতিঝিল অংশে বাকি দুই স্টেশন খুলে দেওয়া হবে।
এদিকে ১৬টি স্টেশন চালু হলেও সময়ের কোনো পরিবর্তন হয়নি। আগের যে সময়সূচি; সে অনুযায়ী মতিঝিল পর্যন্ত চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রাত সাড়ে ৮টা। শিক্ষার্থী ও চাকরিজীবীদের সুবিধার্থে উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে দুটি মেট্রো ট্রেন চলাচল করে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের তথ্যমতে, আগামী বছর মার্চের মধ্যে পুরো পথে সময় মিলিয়ে আনা হবে। তখন সকাল-বিকেল উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে।
বর্তমানে দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করে। এর আগে ১৩ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হয়। মেট্রোরেলের বর্তমান স্টেশনগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর গত ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। তবে প্রস্তুত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কারওয়ান বাজার, শাহবাগ ও বিজয় সরণিসহ কয়েকটি স্টেশন চালু হতে সময় লাগে। তবে আজ বাকি দুই স্টেশন চালু হওয়ার মাধ্যমে সব কটি স্টেশন সচল হলো।
চলতি বছরের শেষ দিন আজ রোববার খুলে দেওয়া হয়েছে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। আর এতে চালু হওয়ার এক বছর দুই দিনের মাথায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবগুলোতেই যাত্রী ওঠানামার জন্য থেমেছিল মেট্রোরেল।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, আজ আগারগাঁও থেকে মতিঝিল অংশে বাকি দুই স্টেশন খুলে দেওয়া হবে।
এদিকে ১৬টি স্টেশন চালু হলেও সময়ের কোনো পরিবর্তন হয়নি। আগের যে সময়সূচি; সে অনুযায়ী মতিঝিল পর্যন্ত চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রাত সাড়ে ৮টা। শিক্ষার্থী ও চাকরিজীবীদের সুবিধার্থে উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে দুটি মেট্রো ট্রেন চলাচল করে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের তথ্যমতে, আগামী বছর মার্চের মধ্যে পুরো পথে সময় মিলিয়ে আনা হবে। তখন সকাল-বিকেল উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে।
বর্তমানে দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করে। এর আগে ১৩ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হয়। মেট্রোরেলের বর্তমান স্টেশনগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর গত ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। তবে প্রস্তুত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কারওয়ান বাজার, শাহবাগ ও বিজয় সরণিসহ কয়েকটি স্টেশন চালু হতে সময় লাগে। তবে আজ বাকি দুই স্টেশন চালু হওয়ার মাধ্যমে সব কটি স্টেশন সচল হলো।
বিরামপুর উপজেলা থেকে বিশনী পাহান (৫৩) নামের এক সাঁওতাল নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে কাটলা ইউনিয়নের দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
১৮ মিনিট আগেমাহিদ হাসান শিশির বলেন, ‘পেছনের বাস থেকে হঠাৎ করে ডাক চিৎকার করে বলছে, ‘‘তোমাদের কাছে পানি আছে দ্রুত পানি দাও। আমাদের বাসে আগুন লাগছে। পানি দাও
২০ মিনিট আগেমাছ বিক্রেতার স্ত্রী তিনি। স্বামীর মাছ বিক্রির লাভের টাকায় টেনেটুনে দিন চলত। সংসারে অভাব লেগেই থাকত। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। একটা অভাব মিটলে, নতুন করে হাজির হতো আরেকটি। ধারদেনা করেই চলতে হতো।
৩০ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানা-পুলিশের ভারপ্রাপ্ত...
৪০ মিনিট আগে