বিমানবন্দরে স্বর্ণসহ সিভিল অ্যাভিয়েশনের পরিচ্ছন্নতাকর্মী আটক

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০৩
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৮

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। জব্দ করা স্বর্ণের মূল্য ২ কোটি ৬৬ লাখ টাকা। আটক হওয়া ওই পরিচ্ছন্নতাকর্মী হলেন—মো. সুরুজ্জামান (৪০)। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজসংলগ্ন এলাকা থেকে আজ শুক্রবার সকাল ৯টার দিকে তাঁকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের উপকমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবীর বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬টি স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তাকর্মী সুরুজ্জামানকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর কাছ থেকে জব্দ করা এসব স্বর্ণের বার এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটে আজ সকালে বিমানবন্দরে এসেছে। পরে ওই বিমানের কারও কাছ থেকে তিনি এসব স্বর্ণের বার পাচারের উদ্দেশ্যে নিয়েছেন।’ 

ডিসি সানোয়ারুল বলেন, জব্দকৃত এসব স্বর্ণের বার সুরুজ্জামানের সঙ্গে থাকা একটি চারকোনা বক্সের মধ্যে লুকানো অবস্থায় ছিল। 

সানোয়ারুল কবির জানান, এ ঘটনায় সুরুজ্জামানকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ফৌজদারি ও শুল্ক আইনে মামলা করা হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত