নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে রাজধানীর মেরাদিয়া থেকে ঘর ছেড়ে পালানো তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের পর সাইবার নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তারা নিজেরাই ঘর ছেড়েছিল।
তিনি জানান, দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে তিন কিশোরী ঘর ছাড়ার অভিযোগের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। এতে দেখা যায়, গত ২৯ জানুয়ারি দুপুরের দিকে বাসার সামনের রাস্তায় অপেক্ষা করছে এক কিশোরী। এর কিছুক্ষণ পর একটি রিকশায় করে সেখানে আসে বাকি দুই কিশোরী। তারপর একই রিকশায় তিনজন চলে যায়। তাদেরই একজন বিটিএস সদস্যকে বিয়ের ইচ্ছা প্রকাশ করে চিঠি লিখে গেছে। বেশির ভাগ সময়ই তারা ইউটিউবে বিটিএসের বিভিন্ন ভিডিও দেখত বলে জানা গেছে।
পুলিশ জানায়, তাদেরই একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী একটি চিঠি লিখে যায়। চিঠিতে সে জানায়, মা-বাবার অবহেলায় বিটিএসের সদস্য জাংকুকে বিয়ে করতে বদ্ধপরিকর সে।
এ বিষয়ে সেই তরুণীর মা গণমাধ্যমকে বলেন, ‘যাওয়ার আগে ওরা বলে গেছে, বিটিএসের কাছে যাবে। বিটিএস কী তা আমরা জানি না। এদের কোনো ঠিকানা, নম্বর নেই। ওরা বলছে, আমরা বিটিএসের কাছে যাই। ওদের সদস্যদের আমরা বিয়ে করব। সমবয়সী তিন কিশোরীই পাশাপাশি বাসায় থাকত।’
দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে রাজধানীর মেরাদিয়া থেকে ঘর ছেড়ে পালানো তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের পর সাইবার নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তারা নিজেরাই ঘর ছেড়েছিল।
তিনি জানান, দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে তিন কিশোরী ঘর ছাড়ার অভিযোগের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। এতে দেখা যায়, গত ২৯ জানুয়ারি দুপুরের দিকে বাসার সামনের রাস্তায় অপেক্ষা করছে এক কিশোরী। এর কিছুক্ষণ পর একটি রিকশায় করে সেখানে আসে বাকি দুই কিশোরী। তারপর একই রিকশায় তিনজন চলে যায়। তাদেরই একজন বিটিএস সদস্যকে বিয়ের ইচ্ছা প্রকাশ করে চিঠি লিখে গেছে। বেশির ভাগ সময়ই তারা ইউটিউবে বিটিএসের বিভিন্ন ভিডিও দেখত বলে জানা গেছে।
পুলিশ জানায়, তাদেরই একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী একটি চিঠি লিখে যায়। চিঠিতে সে জানায়, মা-বাবার অবহেলায় বিটিএসের সদস্য জাংকুকে বিয়ে করতে বদ্ধপরিকর সে।
এ বিষয়ে সেই তরুণীর মা গণমাধ্যমকে বলেন, ‘যাওয়ার আগে ওরা বলে গেছে, বিটিএসের কাছে যাবে। বিটিএস কী তা আমরা জানি না। এদের কোনো ঠিকানা, নম্বর নেই। ওরা বলছে, আমরা বিটিএসের কাছে যাই। ওদের সদস্যদের আমরা বিয়ে করব। সমবয়সী তিন কিশোরীই পাশাপাশি বাসায় থাকত।’
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
২ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
৪ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
৫ মিনিট আগে