ইমন রহমান, ঢাকা
সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল। গত দুই দিন ধরে তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। প্যারালাইজড হয়ে পড়েছেন ভুবন। একমাত্র মেয়ে ভূমিকা চন্দ্র শীলকে সঙ্গে নিয়ে সোমবার রাত থেকেই হাসপাতালে অবস্থান করছেন তাঁর স্ত্রী রত্না রানী শীল।
আজ বুধবার বিকেলে হাসপাতালে আজকের পত্রিকার সঙ্গে কথা হয় রত্না রানী শীলের। তিনি জানান, তাঁর স্বামীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে।
চিকিৎসকেরা জানিয়েছে, গুলি মাথা ভেদ করে বের হয়ে গেলেও কিছু স্প্লিন্টার ভেতরে রয়ে গেছে। তাঁর দ্রুত অস্ত্রোপচার করা প্রয়োজন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা অস্ত্রপচারের উপযোগী নেই।
বুধবার রাত ৮টায় রত্না রানীর ভাই তাপস মজুমদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘লাইফ সাপোর্টে রাখতে প্রতিদিন ৫০ হাজার টাকার বেশি খরচ হচ্ছে। ভুবনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। প্যারালাইজ হয়ে পড়েছে ভুবন। তাঁর মাথার ভেতর থাকা স্প্লিন্টার অপসারণে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য ভুবনের মস্তিষ্কের রেসপন্স লাগবে ১০। কিন্তু বর্তমানে আছে ৭। এ অবস্থায় অস্ত্রোপচার সম্ভব না বলে জানিয়েছে চিকিৎসকেরা।’
রত্না রানী শীল বলেন, ‘আমার স্বামীর মতন এমন দুর্ভাগা হয়তো আর কেউ নেই। পথ দিয়ে যাচ্ছিল, হঠাৎ মাথায় গুলি লেগে পরে গেছে। বাঁচবেন কি না জানি না। আমার স্বামীর জন্য দোয়া করবেন।’
রত্না রানী জানান, ভুবন চন্দ্র শীল গোমতী টেক্সটাইল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে কর্মরত। তাঁর কর্মস্থল গুলশানে। মতিঝিলের আরামবাগে মেসে থাকে ভুবন। অফিস শেষে ভাড়ার মোটরসাইকেলে বাসায় ফেরার পথে রাস্তায় গুলিবদ্ধ হন তিনি।
একমাত্র সন্তানকে নিয়ে নোয়াখালীর মাইজদীতে বাবার বাড়িতে থাকেন উল্লেখ করে রত্না রানী জানান, সেখানে একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। ভুবনদের বাড়ি ফেনীর পরশুরাম থানার নোয়াপুরে। ভুবনের বাবা কৃষ্ণ কুমার শীল মারা গেছেন অনেক আগে। মা গিরিবালা শীল (৭৫) রত্নার সঙ্গে নোয়াখালীতে থাকেন। ভুবন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান।
রত্না রানী বলেন, ‘তাদের পরিবারটি নিম্ন মধ্যবিত্ত। আর্থিক অবস্থা তেমন ভালো না। ভুবনের চিকিৎসা ব্যয় বহন করা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ছে।’ সরকারের পক্ষ থেকে কেউ খোঁজ না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝের সড়ক দিয়ে ভাড়ার মোটরসাইকেলে চরে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন। শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের করা গুলিতে আহত হন ভুবন। তাঁকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে রাতেই ভুবনকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল। গত দুই দিন ধরে তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। প্যারালাইজড হয়ে পড়েছেন ভুবন। একমাত্র মেয়ে ভূমিকা চন্দ্র শীলকে সঙ্গে নিয়ে সোমবার রাত থেকেই হাসপাতালে অবস্থান করছেন তাঁর স্ত্রী রত্না রানী শীল।
আজ বুধবার বিকেলে হাসপাতালে আজকের পত্রিকার সঙ্গে কথা হয় রত্না রানী শীলের। তিনি জানান, তাঁর স্বামীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে।
চিকিৎসকেরা জানিয়েছে, গুলি মাথা ভেদ করে বের হয়ে গেলেও কিছু স্প্লিন্টার ভেতরে রয়ে গেছে। তাঁর দ্রুত অস্ত্রোপচার করা প্রয়োজন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা অস্ত্রপচারের উপযোগী নেই।
বুধবার রাত ৮টায় রত্না রানীর ভাই তাপস মজুমদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘লাইফ সাপোর্টে রাখতে প্রতিদিন ৫০ হাজার টাকার বেশি খরচ হচ্ছে। ভুবনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। প্যারালাইজ হয়ে পড়েছে ভুবন। তাঁর মাথার ভেতর থাকা স্প্লিন্টার অপসারণে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য ভুবনের মস্তিষ্কের রেসপন্স লাগবে ১০। কিন্তু বর্তমানে আছে ৭। এ অবস্থায় অস্ত্রোপচার সম্ভব না বলে জানিয়েছে চিকিৎসকেরা।’
রত্না রানী শীল বলেন, ‘আমার স্বামীর মতন এমন দুর্ভাগা হয়তো আর কেউ নেই। পথ দিয়ে যাচ্ছিল, হঠাৎ মাথায় গুলি লেগে পরে গেছে। বাঁচবেন কি না জানি না। আমার স্বামীর জন্য দোয়া করবেন।’
রত্না রানী জানান, ভুবন চন্দ্র শীল গোমতী টেক্সটাইল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে কর্মরত। তাঁর কর্মস্থল গুলশানে। মতিঝিলের আরামবাগে মেসে থাকে ভুবন। অফিস শেষে ভাড়ার মোটরসাইকেলে বাসায় ফেরার পথে রাস্তায় গুলিবদ্ধ হন তিনি।
একমাত্র সন্তানকে নিয়ে নোয়াখালীর মাইজদীতে বাবার বাড়িতে থাকেন উল্লেখ করে রত্না রানী জানান, সেখানে একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। ভুবনদের বাড়ি ফেনীর পরশুরাম থানার নোয়াপুরে। ভুবনের বাবা কৃষ্ণ কুমার শীল মারা গেছেন অনেক আগে। মা গিরিবালা শীল (৭৫) রত্নার সঙ্গে নোয়াখালীতে থাকেন। ভুবন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান।
রত্না রানী বলেন, ‘তাদের পরিবারটি নিম্ন মধ্যবিত্ত। আর্থিক অবস্থা তেমন ভালো না। ভুবনের চিকিৎসা ব্যয় বহন করা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ছে।’ সরকারের পক্ষ থেকে কেউ খোঁজ না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝের সড়ক দিয়ে ভাড়ার মোটরসাইকেলে চরে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন। শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের করা গুলিতে আহত হন ভুবন। তাঁকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে রাতেই ভুবনকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।
পাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
৩ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
২০ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
২৫ মিনিট আগেবরগুনার আমতলীতে এক দিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে