অনলাইন ডেস্ক
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যথায় তাঁকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সবেরা সুলতানা খানম এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত যুবক নরসিংদী জেলার বেলাবো থানার হাড়িসাংগা গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে বিল্লাল (২৭)। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ থাকে কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি আবুল কালাম আজাদ ও এপিপি শামসুজ্জামান দিপু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী বনানীর কড়াইল বস্তিতে পরিবার নিয়ে বাস করতেন। বাদীর মেয়ে কড়াইলের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রি (১০) ছিল। ওই শিশু শিক্ষার্থী ২০১৯ সালের ১১ অক্টোবর সকালে মাঠে খেলার জন্য বের হয়। এ সময় শিশুটিকে ধর্ষণ করেন বিল্লাল। শিশুটি বাসায় এসে ঘটনা জানালে শিশুর বাবা বাদী হয়ে ঘটনার দিনে বনানী থানায় মামলা করেন।
পরে এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়ার পর ট্রাইব্যুনাল ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন এবং বিচার চলাকালে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যথায় তাঁকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সবেরা সুলতানা খানম এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত যুবক নরসিংদী জেলার বেলাবো থানার হাড়িসাংগা গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে বিল্লাল (২৭)। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ থাকে কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি আবুল কালাম আজাদ ও এপিপি শামসুজ্জামান দিপু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী বনানীর কড়াইল বস্তিতে পরিবার নিয়ে বাস করতেন। বাদীর মেয়ে কড়াইলের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রি (১০) ছিল। ওই শিশু শিক্ষার্থী ২০১৯ সালের ১১ অক্টোবর সকালে মাঠে খেলার জন্য বের হয়। এ সময় শিশুটিকে ধর্ষণ করেন বিল্লাল। শিশুটি বাসায় এসে ঘটনা জানালে শিশুর বাবা বাদী হয়ে ঘটনার দিনে বনানী থানায় মামলা করেন।
পরে এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়ার পর ট্রাইব্যুনাল ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন এবং বিচার চলাকালে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের কুখ্যাত সর্দার মর্তুজ আলীসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেমাদারীপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। আজ সোমবার দুপুরে মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
১৩ মিনিট আগেখুলনায় সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিনটি সুপারিশ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় রূপান্তর সভাকক্ষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) শক্তিশালীকরণে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় এ সুপারিশ করা হয়।
১৭ মিনিট আগেনওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন গত ২৮ ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়ায় সংঘটিত ডাক
২৫ মিনিট আগে