নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের প্রান্তিক মানুষদের চিকিৎসাসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পল্লি চিকিৎসকেরা। অথচ এই চিকিৎসকেরা যুগের পর যুগ অবহেলিত রয়ে গেছেন। অনেকে এই চিকিৎসকদের হাতুড়ে ডাক্তার বলে তুচ্ছতাচ্ছিল্য করেন। পল্লি চিকিৎসকেরা এই পরিস্থিতির পরিবর্তন চান, পেশার স্বীকৃতি চান। ২০০১ সালে পল্লি চিকিৎসকদের মহাসম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আশ্বাসের বাস্তবায়ন চান।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পল্লি চিকিৎসক সমিতির জেলা প্রতিনিধি সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতা-কর্মীরা। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক পল্লি চিকিৎসক অংশ নেন।
সংগঠনের সভাপতি মো. সবুজ আলী বলেন, ‘পল্লি চিকিৎসক না থাকলে গ্রামের অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যেত। করোনার সময় অনেক বড় ডাক্তার যখন চেম্বার বন্ধ রেখেছেন, তখন মানুষের দ্বারে দ্বারে সেবা দিয়েছেন পল্লি চিকিৎসকেরা।’
সবুজ আলী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন পল্লি চিকিৎসকের নিবন্ধন দেওয়ার জন্য। তার পরও অদৃশ্য কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় গড়িমসি করছে। অথচ পৃথিবীর অনেক উন্নত দেশে, সমাজতান্ত্রিক দেশে পল্লি চিকিৎসক রয়েছেন এবং তাঁদের স্বীকৃতিও রয়েছে। তবে বাংলাদেশে একটি গোষ্ঠী পল্লি চিকিৎসকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।’
এ সময় তিনি পল্লি চিকিৎসকদের দ্রুত নিবন্ধনের আওতায় আনার দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ‘দেশের ৮০ শতাংশ মানুষ পল্লি চিকিৎসকদের সেবা নেয়। দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার জন্য পল্লি চিকিৎসকের ভূমিকা অনেক। এখন এই চিকিৎসকদের সরকারিভাবে নিবন্ধনের আওতায় আনতে হবে। এর মাধ্যমে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হবে।’
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘বঙ্গবন্ধু সব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পল্লি চিকিৎসকদের গুরুত্ব দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী নীতিগতভাবে আপনাদের দাবি মেনে নিয়েছেন। এখন দরকার বাস্তবায়ন।’
সম্মেলনে আরও বক্তব্য দেন হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মোহাম্মদ ইউছুফ হারুন ভূঁইয়া, বাংলাদেশ পল্লি চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মো. আককাছ আলী প্রমুখ।
দেশের প্রান্তিক মানুষদের চিকিৎসাসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পল্লি চিকিৎসকেরা। অথচ এই চিকিৎসকেরা যুগের পর যুগ অবহেলিত রয়ে গেছেন। অনেকে এই চিকিৎসকদের হাতুড়ে ডাক্তার বলে তুচ্ছতাচ্ছিল্য করেন। পল্লি চিকিৎসকেরা এই পরিস্থিতির পরিবর্তন চান, পেশার স্বীকৃতি চান। ২০০১ সালে পল্লি চিকিৎসকদের মহাসম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আশ্বাসের বাস্তবায়ন চান।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পল্লি চিকিৎসক সমিতির জেলা প্রতিনিধি সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতা-কর্মীরা। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক পল্লি চিকিৎসক অংশ নেন।
সংগঠনের সভাপতি মো. সবুজ আলী বলেন, ‘পল্লি চিকিৎসক না থাকলে গ্রামের অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যেত। করোনার সময় অনেক বড় ডাক্তার যখন চেম্বার বন্ধ রেখেছেন, তখন মানুষের দ্বারে দ্বারে সেবা দিয়েছেন পল্লি চিকিৎসকেরা।’
সবুজ আলী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন পল্লি চিকিৎসকের নিবন্ধন দেওয়ার জন্য। তার পরও অদৃশ্য কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় গড়িমসি করছে। অথচ পৃথিবীর অনেক উন্নত দেশে, সমাজতান্ত্রিক দেশে পল্লি চিকিৎসক রয়েছেন এবং তাঁদের স্বীকৃতিও রয়েছে। তবে বাংলাদেশে একটি গোষ্ঠী পল্লি চিকিৎসকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।’
এ সময় তিনি পল্লি চিকিৎসকদের দ্রুত নিবন্ধনের আওতায় আনার দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ‘দেশের ৮০ শতাংশ মানুষ পল্লি চিকিৎসকদের সেবা নেয়। দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার জন্য পল্লি চিকিৎসকের ভূমিকা অনেক। এখন এই চিকিৎসকদের সরকারিভাবে নিবন্ধনের আওতায় আনতে হবে। এর মাধ্যমে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হবে।’
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘বঙ্গবন্ধু সব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পল্লি চিকিৎসকদের গুরুত্ব দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী নীতিগতভাবে আপনাদের দাবি মেনে নিয়েছেন। এখন দরকার বাস্তবায়ন।’
সম্মেলনে আরও বক্তব্য দেন হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মোহাম্মদ ইউছুফ হারুন ভূঁইয়া, বাংলাদেশ পল্লি চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মো. আককাছ আলী প্রমুখ।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে চট্টগ্রামে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।
৩৮ মিনিট আগেতৃতীয় শ্রেণির চাকরিতে যোগ দিয়েছিলেন এক দশক আগে। এই পদে চাকরি করে আক্ষরিক অর্থে ‘পাহাড়সম’ সম্পদ হয়েছে বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজমুল আলমের।
২ ঘণ্টা আগেকুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনাটোর–পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে খুলনা থেকে নাটোরগামী ট্রাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
৩ ঘণ্টা আগে