যাত্রাবাড়ী থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ২২: ২৯

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিখোঁজের ৪ দিন পর হাত বাঁধা অবস্থায় উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম নয়ন (২০)। ওই যুবক ব্যাটারি চালিত অটোরিকশা চালাত। 

আজ শনিবার দুপুড় ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য সন্ধ্যার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান জানান, ‘শনিবার দুপুরে খবর পেয়ে যাত্রাবাড়ী থানাধীন একটি প্রজেক্টের ভেতরে বাউন্ডারি দেওয়া প্লটের মধ্যে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই যুবকের হাত রশি দিয়ে আর কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় ছিল। মৃতদেহটি কিছুটা পচে গেছে ও পোকা ধরেছে। পরে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে তার পরিচয় পাওয়া যায়। সে ব্যাটারি চালিত রিকশা চালাইত। 

নিহত নয়নের মা রিনা আক্তার জানান, নয়নের বাবার নাম মো. বাবুল। তাদের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কেবলনগর গ্রামে। বর্তমান যাত্রাবাড়ীর শেখদি এলাকায় থাকেন তারা। ৬ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে নয়নের। ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালাইত সে। 

তিনি আরও জানান, গত ১৪ মে দুপুরে রিকশা চালানোর কথা বলে বাসা থেকে বের হয় নয়ন। ওদিন রাতে সে আর বাসায় ফেরেনি। তার সঙ্গে কোনো মোবাইল ফোন না থাকায় যোগাযোগ করাও সম্ভব হয়নি। পরের দিনদুপুরে রিকশার মালিক তাদের খবর দেন, মুগদায় নদীর পার থেকে নয়নের রিকশাটি পাওয়া গেছে। তবে নয়নকে পাওয়া যায়নি। আর রিকশার ব্যাটারি ও কিছু সরঞ্জামাদিও পাওয়া যায়নি। তখন স্বজনরা থানায় যোগাযোগ করেন। 

১৬ মে নিখোঁজের বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন। সবশেষ আজ দুপুরে পুলিশের মাধ্যমে তার মরদেহ উদ্ধারের খবর পান স্বজনরা। পরে থানায় গিয়ে নয়নের মরদেহ শনাক্ত করেন। 

মায়ের অভিযোগ, নিখোঁজের ১ সপ্তাহ আগে মৃধাবাড়ি-শনিরআখড়া রোডে ইজি বাইকের চালকদের সঙ্গে নয়নের একটি মারামারির ঘটনা ঘটেছিল। আজ মরদেহ উদ্ধারের পর নয়নের দুই বন্ধু আলআমিন ও সাব্বিরের কাছ থেকে সেই মারামারির ঘটনা জানতে পেরেছেন তিনি। তাদের সন্দেহ, সেই মারামারির ঘটনার জের ধরেই নয়নকে খুন করা হয়ে থাকতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত