সাভার (ঢাকা) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মিছিল নিয়ে তাঁরা মূল ফটক দিয়ে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনসংলগ্ন মহুয়া মঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের মিছিলে যোগ দেন কয়েকজন শিক্ষকও।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, ’ ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে আন্দোলনকারীদের।
এর আগে বেলা ১১টায় জাবির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে প্রশাসনকে হল খুলে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দেওয়া না হলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব।’
বেলা ১টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টির মধ্যেই মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে ডেইরি গেট (মূল ফটক) থেকে প্রান্তিক গেটের দিকে এগিয়ে যান। পরে ২টার দিকে প্রান্তিক গেট দিয়ে ক্যাম্পাসের ভেতর ঢোকেন শিক্ষার্থীরা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকায় সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মিছিল নিয়ে তাঁরা মূল ফটক দিয়ে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনসংলগ্ন মহুয়া মঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের মিছিলে যোগ দেন কয়েকজন শিক্ষকও।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, ’ ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে আন্দোলনকারীদের।
এর আগে বেলা ১১টায় জাবির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে প্রশাসনকে হল খুলে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দেওয়া না হলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব।’
বেলা ১টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টির মধ্যেই মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে ডেইরি গেট (মূল ফটক) থেকে প্রান্তিক গেটের দিকে এগিয়ে যান। পরে ২টার দিকে প্রান্তিক গেট দিয়ে ক্যাম্পাসের ভেতর ঢোকেন শিক্ষার্থীরা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকায় সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে