নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের হরতাল কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। দফায় দফায় বাধা প্রদানের পর নেতা-কর্মীদের ওপর এই লাঠিচার্জ করা হয়। এ সময় অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জোটের নেতারা।
আজ সোমবার সকাল ৭টার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া চত্বরে এই ঘটনা ঘটে। এ সময় নেতা-কর্মীরা কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে আবার সংগঠিত হয়ে মিছিল চালিয়ে যান।
এর আগে, নিত্যপণ্য দ্রব্যের দাম কমানোর দাবিতে সারা দেশে ডাকা আধাবেলা হরতাল পালনে সকাল পৌনে ৬টা থেকে সড়কে অবস্থান নেন বাম জোটের নেতা-কর্মীরা। মিছিল নিয়ে চাষাঢ়া থেকে দুই নম্বর রেলগেট পর্যন্ত মিছিল বের করে যানবাহন চলাচলে বাধা দেন তাঁরা।
হরতালে শুরুর দিকে বাধা না দিলেও পরে মিছিল থামাতে রাস্তায় নামেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান। বামজোটের মিছিলটি চাষাঢ়ার বিজয়স্তম্ভের সামনে আসলে ওসির নেতৃত্বে পুলিশ মিছিলে বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি এগিয়ে যেতে চাইলে লাঠিচার্জ করে পুলিশ।
লাঠিচার্জে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে নেতারা ব্যানার ধরে রেখে মিছিল চালিয়ে যান। সেখান থেকে দুই নম্বর রেলগেট এলাকায় মিছিল এলে আবারও পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সংক্ষিপ্ত পথসভা করেন জোটের নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু হাসান টিপু, বাসদ নেতা আবু নাঈম বিপ্লবসহ প্রমুখ।
পুলিশের লাঠিচার্জে ১০ জন আহতের দাবি করে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের এখন নাভিশ্বাস অবস্থা। আমাদের শান্তিপূর্ণ হরতালে পুলিশ বাধা দিয়েছে, বেধড়ক লাঠিচার্জ করেছে। আমাদের ১০ জন নেতা-কর্মীকে আহত করেছে পুলিশ। জনগণের ট্যাক্সের টাকায় বেতনভোগ করে জনগণের আন্দোলনের ওপর হামলা চালায় পুলিশ। আওয়ামী লীগ সরকার শুধু লুটপাট চালাচ্ছে না, সেই লুটপাটের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করলে তাদের দমন করতে পুলিশকে ব্যবহার করছে।’
হরতালের বিষয়ে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালে নাশকতা বা সহিংসতা প্রতিরোধে প্রস্তুত থাকবে পুলিশ প্রশাসন। আমরা কোনো নাশকতা বরদাশত করব না। মানুষের চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি মোবাইল টিম সক্রিয় রয়েছে।’
নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের হরতাল কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। দফায় দফায় বাধা প্রদানের পর নেতা-কর্মীদের ওপর এই লাঠিচার্জ করা হয়। এ সময় অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জোটের নেতারা।
আজ সোমবার সকাল ৭টার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া চত্বরে এই ঘটনা ঘটে। এ সময় নেতা-কর্মীরা কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে আবার সংগঠিত হয়ে মিছিল চালিয়ে যান।
এর আগে, নিত্যপণ্য দ্রব্যের দাম কমানোর দাবিতে সারা দেশে ডাকা আধাবেলা হরতাল পালনে সকাল পৌনে ৬টা থেকে সড়কে অবস্থান নেন বাম জোটের নেতা-কর্মীরা। মিছিল নিয়ে চাষাঢ়া থেকে দুই নম্বর রেলগেট পর্যন্ত মিছিল বের করে যানবাহন চলাচলে বাধা দেন তাঁরা।
হরতালে শুরুর দিকে বাধা না দিলেও পরে মিছিল থামাতে রাস্তায় নামেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান। বামজোটের মিছিলটি চাষাঢ়ার বিজয়স্তম্ভের সামনে আসলে ওসির নেতৃত্বে পুলিশ মিছিলে বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি এগিয়ে যেতে চাইলে লাঠিচার্জ করে পুলিশ।
লাঠিচার্জে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে নেতারা ব্যানার ধরে রেখে মিছিল চালিয়ে যান। সেখান থেকে দুই নম্বর রেলগেট এলাকায় মিছিল এলে আবারও পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সংক্ষিপ্ত পথসভা করেন জোটের নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু হাসান টিপু, বাসদ নেতা আবু নাঈম বিপ্লবসহ প্রমুখ।
পুলিশের লাঠিচার্জে ১০ জন আহতের দাবি করে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের এখন নাভিশ্বাস অবস্থা। আমাদের শান্তিপূর্ণ হরতালে পুলিশ বাধা দিয়েছে, বেধড়ক লাঠিচার্জ করেছে। আমাদের ১০ জন নেতা-কর্মীকে আহত করেছে পুলিশ। জনগণের ট্যাক্সের টাকায় বেতনভোগ করে জনগণের আন্দোলনের ওপর হামলা চালায় পুলিশ। আওয়ামী লীগ সরকার শুধু লুটপাট চালাচ্ছে না, সেই লুটপাটের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করলে তাদের দমন করতে পুলিশকে ব্যবহার করছে।’
হরতালের বিষয়ে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘হরতালে নাশকতা বা সহিংসতা প্রতিরোধে প্রস্তুত থাকবে পুলিশ প্রশাসন। আমরা কোনো নাশকতা বরদাশত করব না। মানুষের চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি মোবাইল টিম সক্রিয় রয়েছে।’
রাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
১ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
২ ঘণ্টা আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৯ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৯ ঘণ্টা আগে