বাসা ভাড়া নিয়ে মাদকের ‘হোম ডেলিভারি’, ১ কেজি আইসসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ২৩: ৫৬
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯: ৪১

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে এক কেজি আইসসহ ইফতেখার উদ্দিন সাকিব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার ইফতেখার উদ্দিন সাকিবের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি মাদক পাচার করে ঢাকার একটি বাসায় মজুত করতেন। এরপর সেগুলো নারীদের মাধ্যমে বিভিন্ন মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে সরবরাহ করতেন। 

মোহাম্মদ মোর্শেদ বলেন, ইফতেখার মাদকের ব্যবসা করতে পাঁচ-ছয় মাস আগে উত্তরায় বাসা ভাড়া নিয়েছিলেন। ঢাকায় তাঁর দৃশ্যমান কোনো পেশা নেই। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা মূল্যমানের এক কেজি ভয়ংকর মাদক আইস, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। 

এক কেজি আইস, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। ছবি: সংগৃহীতপ্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে টেপ দ্বারা মোড়ানো অবস্থায় মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করে পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, ইফতেখার উত্তরার ৫ নম্বর সেক্টরে বসবাস করে একটি মাদক ব্যবসায়ী চক্র গড়ে তোলেন। এই মাদক কথিত ‘প্রাসিসকো বালা’ নামক ছদ্মনামের মাদক ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাঁরা মূলত ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ খুলে অর্ডার নিতেন এবং নারী রাইডার দিয়ে মাদক হোম ডেলিভারি করতেন। সন্দেহ এড়াতে তাঁরা মবিলের কার্টনের ভেতরে নিয়ে পরিবহন করতেন।

ইফতেখারের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত