গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ভাগলবাড়ি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত হয়েছেন। বারির এ নিহত বিজ্ঞানীর নাম ড. আরিফুর রহমান (৪৫)। আজ সোমবার বিকেলে মরহুমের জানাজার নামাজ শেষে বারির চত্বরে কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। গতকাল রোববার গাজীপুর মহানগরীর ভাগলবাড়ি এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
বিজ্ঞানী ড. আরিফুর রহমানের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার অরুন খোলা এলাকায়। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় থাকতেন।
বারির প্রটোকল অফিসার মো. আল আমিন বলেন, ‘ড. আরিফুর রহমান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সাতক্ষীরার বেনেরপাড়া এলাকায় বারির কৃষি গবেষণা কেন্দ্রের ইনচার্জ ছিলেন। তিনি গতকাল রোববারই সাতক্ষীরা থেকে গাজীপুরে প্রধান কার্যালয়ে আসেন। এখানে কাজ শেষে রাতে অফিসের কাজে মোটরসাইকেল নিয়ে সালনা এলাকায় একটি ছাপাখানায় যাচ্ছিলেন।’
বারির প্রটোকল অফিসার মো. আল আমিন আরও বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে বারিতে আজ বিকেলে মরহুমের জানাজার নামাজ শেষে বারি চত্বরে কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শহীদুল্লাহ বলেন, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে বারির বিজ্ঞানী ড. আরিফুর রহমান মোটরসাইকেল চালিয়ে গাজীপুর মহানগরীর ভাগলবাড়ি এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে টাঙ্গাইলগামী লালমণি এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মহানগরীর ভাগলবাড়ি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত হয়েছেন। বারির এ নিহত বিজ্ঞানীর নাম ড. আরিফুর রহমান (৪৫)। আজ সোমবার বিকেলে মরহুমের জানাজার নামাজ শেষে বারির চত্বরে কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। গতকাল রোববার গাজীপুর মহানগরীর ভাগলবাড়ি এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
বিজ্ঞানী ড. আরিফুর রহমানের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার অরুন খোলা এলাকায়। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় থাকতেন।
বারির প্রটোকল অফিসার মো. আল আমিন বলেন, ‘ড. আরিফুর রহমান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সাতক্ষীরার বেনেরপাড়া এলাকায় বারির কৃষি গবেষণা কেন্দ্রের ইনচার্জ ছিলেন। তিনি গতকাল রোববারই সাতক্ষীরা থেকে গাজীপুরে প্রধান কার্যালয়ে আসেন। এখানে কাজ শেষে রাতে অফিসের কাজে মোটরসাইকেল নিয়ে সালনা এলাকায় একটি ছাপাখানায় যাচ্ছিলেন।’
বারির প্রটোকল অফিসার মো. আল আমিন আরও বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে বারিতে আজ বিকেলে মরহুমের জানাজার নামাজ শেষে বারি চত্বরে কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শহীদুল্লাহ বলেন, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে বারির বিজ্ঞানী ড. আরিফুর রহমান মোটরসাইকেল চালিয়ে গাজীপুর মহানগরীর ভাগলবাড়ি এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে টাঙ্গাইলগামী লালমণি এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৫ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
১০ মিনিট আগেস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় যাবেন। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে তিনি কাউনিয়ায় আসবেন।
১৫ মিনিট আগে