অনলাইন ডেস্ক
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুরের বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত লকার থেকে এক কেজি স্বর্ণসহ প্রায় সাড়ে চার কোটি টাকার বৈদেশিক মুদ্রা এবং অর্থ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, রোববার সকালে দুদকের পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম বাংলাদেশ ব্যাংকে এই অভিযান পরিচালনা করে। দিনভর নানা নাটকীয়তার মধ্যে দিয়ে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে লকার খোলার অনুমতি পায় দুদক।
দুদক সূত্রটি জানায়, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত লকারে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর নামে তিনটি বক্স তল্লাশি শেষে ৫৫ হাজার ইউরো, এক লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর ও ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ জব্দ করে। জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে দুদক টিম। সে সময় তারা বাসা থেকে সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযানে তাঁর তিনটি ফ্ল্যাটের সন্ধান ও বিপুলসংখ্যক ব্যাংক হিসাবের চেক পাওয়া যায়।
গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইন নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়।
আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাঁকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুরের বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত লকার থেকে এক কেজি স্বর্ণসহ প্রায় সাড়ে চার কোটি টাকার বৈদেশিক মুদ্রা এবং অর্থ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, রোববার সকালে দুদকের পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম বাংলাদেশ ব্যাংকে এই অভিযান পরিচালনা করে। দিনভর নানা নাটকীয়তার মধ্যে দিয়ে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে লকার খোলার অনুমতি পায় দুদক।
দুদক সূত্রটি জানায়, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত লকারে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর নামে তিনটি বক্স তল্লাশি শেষে ৫৫ হাজার ইউরো, এক লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর ও ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ জব্দ করে। জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে দুদক টিম। সে সময় তারা বাসা থেকে সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযানে তাঁর তিনটি ফ্ল্যাটের সন্ধান ও বিপুলসংখ্যক ব্যাংক হিসাবের চেক পাওয়া যায়।
গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইন নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়।
আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাঁকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।
ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের অদূরে কাচারি রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেবাংলাদেশের আকাশে বহুদিন পর একসঙ্গে সৌর জগতের সাত গ্রহ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনকে দেখা গেছে। এই অভূতপূর্ব মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে বিজ্ঞানমনস্ক, পর্বত আরোহী ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত কয়েকটি সংগঠনের সদস্যরা গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ি গ্রামের বেনুভিটা মানমন্দ
৫ মিনিট আগেরংপুরের পীরগাছায় এক দিনে শিয়ালের কামড়ে পাঁচজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বড়পানসিয়া সর্দারপাড়া ও অনন্তরাম আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি। সেই সঙ্গে ছোট-বড় যে কোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হয়েছে
১৩ মিনিট আগে