Ajker Patrika

মাথা গোঁজার ঠাঁই চান প্রতিবন্ধী শামসুল

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
মাথা গোঁজার ঠাঁই চান প্রতিবন্ধী শামসুল

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ফেরাঙ্গিকান্দি গ্রামের শামসুল হক চৌধুরী (৪২) পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। থাকার মতো ভালো ঘর নেই। জরাজীর্ণ টিনের ঘরে বসবাস। খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারটির। 

মালয়েশিয়া ফেরত শামসুল হক চৌধুরী ক্যানসারে আক্রান্ত। ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর দুই হাত ও পা চিকন হয়ে গেছে। কানেও তেমন শুনতে পান না। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বড় ধরনের কোনো কাজও করতে পারেন না তিনি। 

শামসুল হকের স্ত্রী আয়রিন আক্তার বলেন, 'ঘরের চাল দিয়ে শিশির পড়ায় লেপ ও কাঁথা মুড়ি দিয়ে থাকি। চাল দিয়ে পানি পড়ে সারা রাত। কার্ড-ভাতা পাই নাই। ভাঙা ঘরে পোলাপান নিয়ে কোনো রকম থাকি। বৃষ্টি বাদল এলে তো সব ভেঙে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের একটা ছোট্ট ঘর দিত। তাহলে আমরা ভালোভাবে থাকতে পারতাম। প্রধান মন্ত্রীর জন্য মন খুলে দোয়া করতাম।' 

শামসুল হক বলেন, 'আমি ক্যানসারে আক্রান্ত হয়ে বিদেশ ফেরত আসার পরে হাত 'পা অকেজো কোনো কাজ করতে পারি না। এখন আমি একজন অসহায় প্রতিবন্ধী। আমার ঘর করার সামর্থ্য নেই। গরিব মানুষ আমরা। রোদ, বৃষ্টি-ঝড়, শীত আমাদের ওপর দিয়েই যায়। আমি একটা ঘর ভিক্ষা চাই। মাথা গোঁজার ঠাঁই চাই। আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে বাঁচতে চাই।' 

এ বিষয়ে জানতে চাইলে নারায়নপুর ৫ নং ইউপি সদস্য কামাল রাড়ী বলেন, 'শামসুল হক বিদেশ ফেরত একজন অসহায় লোক। তার ঘরের অবস্থা একবারে বাজে। ঘরের জন্য আমি চেয়ারম্যানের কাছে আলাপ করেছি। এবার ঘরের বরাদ্দ এলে তাকে দেওয়া হবে।' 

ভেদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, 'এখন 'ক' শ্রেণির যাদের জমি ও ঘর নাই তাদের জমিসহ ঘর দিচ্ছে সরকার। কিছুদিন পর 'খ' শ্রেণি অর্থাৎ যাদের জমি আছে ঘর নাই তাদের ঘর বানিয়ে দেওয়া হবে। তখন খোঁজ নিয়ে ওই এই ক্যানসারে আক্রান্ত প্রতিবন্ধীকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।'   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত