ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ফেরাঙ্গিকান্দি গ্রামের শামসুল হক চৌধুরী (৪২) পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। থাকার মতো ভালো ঘর নেই। জরাজীর্ণ টিনের ঘরে বসবাস। খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারটির।
মালয়েশিয়া ফেরত শামসুল হক চৌধুরী ক্যানসারে আক্রান্ত। ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর দুই হাত ও পা চিকন হয়ে গেছে। কানেও তেমন শুনতে পান না। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বড় ধরনের কোনো কাজও করতে পারেন না তিনি।
শামসুল হকের স্ত্রী আয়রিন আক্তার বলেন, 'ঘরের চাল দিয়ে শিশির পড়ায় লেপ ও কাঁথা মুড়ি দিয়ে থাকি। চাল দিয়ে পানি পড়ে সারা রাত। কার্ড-ভাতা পাই নাই। ভাঙা ঘরে পোলাপান নিয়ে কোনো রকম থাকি। বৃষ্টি বাদল এলে তো সব ভেঙে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের একটা ছোট্ট ঘর দিত। তাহলে আমরা ভালোভাবে থাকতে পারতাম। প্রধান মন্ত্রীর জন্য মন খুলে দোয়া করতাম।'
শামসুল হক বলেন, 'আমি ক্যানসারে আক্রান্ত হয়ে বিদেশ ফেরত আসার পরে হাত 'পা অকেজো কোনো কাজ করতে পারি না। এখন আমি একজন অসহায় প্রতিবন্ধী। আমার ঘর করার সামর্থ্য নেই। গরিব মানুষ আমরা। রোদ, বৃষ্টি-ঝড়, শীত আমাদের ওপর দিয়েই যায়। আমি একটা ঘর ভিক্ষা চাই। মাথা গোঁজার ঠাঁই চাই। আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে বাঁচতে চাই।'
এ বিষয়ে জানতে চাইলে নারায়নপুর ৫ নং ইউপি সদস্য কামাল রাড়ী বলেন, 'শামসুল হক বিদেশ ফেরত একজন অসহায় লোক। তার ঘরের অবস্থা একবারে বাজে। ঘরের জন্য আমি চেয়ারম্যানের কাছে আলাপ করেছি। এবার ঘরের বরাদ্দ এলে তাকে দেওয়া হবে।'
ভেদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, 'এখন 'ক' শ্রেণির যাদের জমি ও ঘর নাই তাদের জমিসহ ঘর দিচ্ছে সরকার। কিছুদিন পর 'খ' শ্রেণি অর্থাৎ যাদের জমি আছে ঘর নাই তাদের ঘর বানিয়ে দেওয়া হবে। তখন খোঁজ নিয়ে ওই এই ক্যানসারে আক্রান্ত প্রতিবন্ধীকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।'
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ফেরাঙ্গিকান্দি গ্রামের শামসুল হক চৌধুরী (৪২) পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। থাকার মতো ভালো ঘর নেই। জরাজীর্ণ টিনের ঘরে বসবাস। খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারটির।
মালয়েশিয়া ফেরত শামসুল হক চৌধুরী ক্যানসারে আক্রান্ত। ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর দুই হাত ও পা চিকন হয়ে গেছে। কানেও তেমন শুনতে পান না। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বড় ধরনের কোনো কাজও করতে পারেন না তিনি।
শামসুল হকের স্ত্রী আয়রিন আক্তার বলেন, 'ঘরের চাল দিয়ে শিশির পড়ায় লেপ ও কাঁথা মুড়ি দিয়ে থাকি। চাল দিয়ে পানি পড়ে সারা রাত। কার্ড-ভাতা পাই নাই। ভাঙা ঘরে পোলাপান নিয়ে কোনো রকম থাকি। বৃষ্টি বাদল এলে তো সব ভেঙে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের একটা ছোট্ট ঘর দিত। তাহলে আমরা ভালোভাবে থাকতে পারতাম। প্রধান মন্ত্রীর জন্য মন খুলে দোয়া করতাম।'
শামসুল হক বলেন, 'আমি ক্যানসারে আক্রান্ত হয়ে বিদেশ ফেরত আসার পরে হাত 'পা অকেজো কোনো কাজ করতে পারি না। এখন আমি একজন অসহায় প্রতিবন্ধী। আমার ঘর করার সামর্থ্য নেই। গরিব মানুষ আমরা। রোদ, বৃষ্টি-ঝড়, শীত আমাদের ওপর দিয়েই যায়। আমি একটা ঘর ভিক্ষা চাই। মাথা গোঁজার ঠাঁই চাই। আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে বাঁচতে চাই।'
এ বিষয়ে জানতে চাইলে নারায়নপুর ৫ নং ইউপি সদস্য কামাল রাড়ী বলেন, 'শামসুল হক বিদেশ ফেরত একজন অসহায় লোক। তার ঘরের অবস্থা একবারে বাজে। ঘরের জন্য আমি চেয়ারম্যানের কাছে আলাপ করেছি। এবার ঘরের বরাদ্দ এলে তাকে দেওয়া হবে।'
ভেদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, 'এখন 'ক' শ্রেণির যাদের জমি ও ঘর নাই তাদের জমিসহ ঘর দিচ্ছে সরকার। কিছুদিন পর 'খ' শ্রেণি অর্থাৎ যাদের জমি আছে ঘর নাই তাদের ঘর বানিয়ে দেওয়া হবে। তখন খোঁজ নিয়ে ওই এই ক্যানসারে আক্রান্ত প্রতিবন্ধীকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।'
চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকার মেসার্স জেকে ট্রেডার্স ক্রেতার কাছে বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত...
৯ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য ডায়াপার তৈরির অনুমোদন নিয়ে অননুমোদিত ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘অ্যাক্টিভ ফেয়ার কোম্পানি’তে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী..
১০ মিনিট আগেনগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে