Ajker Patrika

বঙ্গবন্ধুর জন্মদিনে সুবিধাবঞ্চিত ৫০ শিশুর মেট্রোরেলে ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৩: ৪২
বঙ্গবন্ধুর জন্মদিনে সুবিধাবঞ্চিত ৫০ শিশুর মেট্রোরেলে ভ্রমণ

শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে মেট্রোরেল আনন্দভ্রমণের আয়োজন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। 

আজ রোববার এদের সবাইকে নিয়ে মতিঝিল মেট্রো স্টেশন থেকে বেলা ১১টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ট্রেনটি ছেড়ে গেছে। স্বাভাবিক ট্রেনের মতোই সবগুলো স্টেশনে এই টেন থেমে সেই স্টেশনে পৌঁছাবে। ফেরার পথে শিশুদের জন্য বিআরটিসি বাস ব্যবহার করা হবে। 

এ সময় শিশুদের নিয়ে ট্রেন ভ্রমণে ছিলেন সড়ক ও সেতুসচিব আমিন উল্লাহ নুরী। 

আমিন উল্লাহ নুরী বলেন, শিশু বা শিক্ষার্থীদের জন্য মেট্রো রেলে হাফ-পাস চালুর সুযোগ নেই। তবে যাদের এমআরটি পাস রয়েছে, তারা সবাই টিকিটের মূল্য থেকে ১০ শতাংশ ছাড় পাবেন। শিক্ষার্থীরা যেন এই সুবিধাটা নেয়। 

তিনি বলেন, মেট্রোরেলে টিকিট মূলত কার্ড সিস্টেম। সেটি মেশিনের সাহায্যে ব্যবহৃত হয়। ফলে কে ছাত্র আর কে ছাত্র না, মেশিনের পক্ষে তা বোঝা সম্ভব নয়। এ জন্য মেট্রোরেলে হাফ-পাস চালুর সুযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত