নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতার ঘটনায় পুলিশের নতুন নতুন মামলা ও ধরপাকড় অব্যাহত রয়েছে। নাশকতা ও সহিংসতার ঘটনায় আজ মুগদা থানায় একটি মামলা হয়েছে। এ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকায় মোট মামলার সংখ্যা দাঁড়াল ৪০। এসব মামলায় মোট ১ হাজার ৮৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর মুগদায়, সবুজবাগ, মোহাম্মদপুরের শ্যামলী ও কাফরুলে বাসে যাত্রী সেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। মুগদার ঘটনায় এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
সবুজবাগ থানার ওসি শোভন চন্দ্র বলেন, ‘যাত্রী সেজে দুই যুবক গাড়িতে আগুন দেয়। ঘটনাস্থল থেকে আমরা একজন যুবককে আটক করেছি। আরেকজন পালিয়ে যায়। তাকেও আমরা আটকের চেষ্টা করছি।’
গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ১ নভেম্বর বুধবার রাত ৭টা পর্যন্ত দেশে মোট ২১টি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে ঢাকা মহানগরে ৫টি, গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও নারায়ণগঞ্জে ৭টি, চট্টগ্রামের সীতাকুণ্ড, কর্ণফুলী ও রাঙ্গুনিয়ায় ৪টি, রাজশাহীর বগুড়া ও রায়গঞ্জে ৪টি, রংপুরের পার্বতীপুরে ১টি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১০টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৩টি ট্রাক, ১টি পিকআপ, ১টি মোটরসাইকেল, ২টি বাণিজ্যিক পণ্যের শোরুম, ১টি পুলিশ বক্স পুড়ে যায়।
ঢাকায় নাশকতা ও সহিংসতার ঘটনায় গত সোমবার পর্যন্ত মামলা হয়েছিল ৩৭টি। এগুলোর মধ্যে বুধবার রাজধানীর মুগদা থানায় একটি মামলা হয়েছে। এর আগে গত মঙ্গলবার মতিঝিল, রমনা ও বংশাল থানায় তিনটি মামলা হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে বিএনপির সংঘর্ষকে কেন্দ্র করে মোট ৪০টি মামলা হয়েছে। প্রতিদিনই এসব মামলায় গ্রেপ্তার ও আটক অব্যাহত রেখেছে ডিএমপি।
গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় যাঁরা এজাহারভুক্ত আসামি, তাঁদের সামনে দুটি পথ খোলা রয়েছে। আসামিদের হয় আদালতে হাজির হতে হবে, নয়তো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তার করবে।
অবরোধের কারণে ঢাকার চারটি বড় টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ঢাকাতেও কোনো বাস প্রবেশ করেনি। তবে গতকাল ঢাকা মহানগরে অল্পসংখ্যক সিটি বাস চলাচল করেছে।
বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতার ঘটনায় পুলিশের নতুন নতুন মামলা ও ধরপাকড় অব্যাহত রয়েছে। নাশকতা ও সহিংসতার ঘটনায় আজ মুগদা থানায় একটি মামলা হয়েছে। এ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকায় মোট মামলার সংখ্যা দাঁড়াল ৪০। এসব মামলায় মোট ১ হাজার ৮৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর মুগদায়, সবুজবাগ, মোহাম্মদপুরের শ্যামলী ও কাফরুলে বাসে যাত্রী সেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। মুগদার ঘটনায় এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
সবুজবাগ থানার ওসি শোভন চন্দ্র বলেন, ‘যাত্রী সেজে দুই যুবক গাড়িতে আগুন দেয়। ঘটনাস্থল থেকে আমরা একজন যুবককে আটক করেছি। আরেকজন পালিয়ে যায়। তাকেও আমরা আটকের চেষ্টা করছি।’
গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ১ নভেম্বর বুধবার রাত ৭টা পর্যন্ত দেশে মোট ২১টি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে ঢাকা মহানগরে ৫টি, গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও নারায়ণগঞ্জে ৭টি, চট্টগ্রামের সীতাকুণ্ড, কর্ণফুলী ও রাঙ্গুনিয়ায় ৪টি, রাজশাহীর বগুড়া ও রায়গঞ্জে ৪টি, রংপুরের পার্বতীপুরে ১টি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১০টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৩টি ট্রাক, ১টি পিকআপ, ১টি মোটরসাইকেল, ২টি বাণিজ্যিক পণ্যের শোরুম, ১টি পুলিশ বক্স পুড়ে যায়।
ঢাকায় নাশকতা ও সহিংসতার ঘটনায় গত সোমবার পর্যন্ত মামলা হয়েছিল ৩৭টি। এগুলোর মধ্যে বুধবার রাজধানীর মুগদা থানায় একটি মামলা হয়েছে। এর আগে গত মঙ্গলবার মতিঝিল, রমনা ও বংশাল থানায় তিনটি মামলা হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে বিএনপির সংঘর্ষকে কেন্দ্র করে মোট ৪০টি মামলা হয়েছে। প্রতিদিনই এসব মামলায় গ্রেপ্তার ও আটক অব্যাহত রেখেছে ডিএমপি।
গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় যাঁরা এজাহারভুক্ত আসামি, তাঁদের সামনে দুটি পথ খোলা রয়েছে। আসামিদের হয় আদালতে হাজির হতে হবে, নয়তো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তার করবে।
অবরোধের কারণে ঢাকার চারটি বড় টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ঢাকাতেও কোনো বাস প্রবেশ করেনি। তবে গতকাল ঢাকা মহানগরে অল্পসংখ্যক সিটি বাস চলাচল করেছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৭ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৮ ঘণ্টা আগে