Ajker Patrika

২ সন্তানের জননীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইলর)
২ সন্তানের জননীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই সন্তানের জননীকে (২৬)  বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক সেলিম মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে। 

সেলিম মিয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামের ছলিম উদ্দিন ওরফে সুমো’র ছেলে। সে এক সন্তানের জনক। ভুক্তভোগী নারী একই ইউনিয়নের। 
 
ভুক্তভোগী নারী বলেন, তিন বছর আগে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। তারপর থেকে আমি আমার দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই বসবাস করি। আত্মীয়র পরিচয়ে আমার সঙ্গে সেলিমের পরিচয় হয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের কারণে সেলিম আমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায়। একপর্যায়ে সে আমাকে ধর্ষণ করে। পরে সেলিমকে বিয়ের কথা বললে আমার সঙ্গে টালবাহানা শুরু করে। আমি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। 

পুলিশ জানায়, অভিযুক্ত ধর্ষক সেলিম মিয়াকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। ওই ভুক্তভোগী নারীকে তার শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার ওই ভুক্তভোগী নারী অভিযুক্ত সেলিম মিয়ার বিরুদ্ধে ধনবাড়ী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। গতকাল বুধবার রাতে মামলার রেকর্ড করা হয়। 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত