ডেমরায় অপহৃত কিশোরী গাবতলীতে উদ্ধার, গ্রেপ্তার ১ 

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর ডেমরা থেকে অপহৃত (১৫) মাদ্রাসার এক ছাত্রীকে ঢাকার গাবতলী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার ভোরে কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ। 

গ্রেপ্তার সজিব আহম্মেদ (২০) ডেমরা মোস্তমাঝী হানিফের বাড়ির ভাড়াটিয়া ও ভোলার দৌলতখান থানার উত্তর জয়নগর গ্রামের মো. জামালের ছেলে। 

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাতে মায়ের সঙ্গে একটি ফার্মেসিতে ওষুধ কিনতে আসলে পূর্বপরিকল্পিতভাবে সজিব কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় গতকাল বুধবার দিবাগত রাতে কিশোরীর বাবা ডেমরা থানায় সজিবের বিরুদ্ধে মামলা করেন। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, মাদ্রাসায় যাওয়া আসার পথে সজিব ভুক্তভোগীকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করত। আর ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সজিব মেয়েটিকে অপহরণ করে। 

প্রযুক্তি ব্যবহার করে ডেমরা থানার এসআই (উপরিদর্শক) মো. সেলিম আজ ভোরে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। সজিব আহম্মেদকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত