ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় ওএমএসের চাল ও আটা ক্রয়ে নিম্ন আয়ের মানুষের ভিড় বাড়ছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সরকারনির্ধারিত ডিলারের দোকানে দেখা যাচ্ছে উপচে পড়া এই ভিড়।
আজ বৃহস্পতিবার সকালে ভাঙ্গা মহিলা কলেজ রোডে ডিলার সোবাহান মুন্সীর দোকানে গিয়ে দেখা যায় ক্রেতাদের দীর্ঘ লাইন। ক্রেতারা সবাই নিম্ন আয়ের মানুষ।
জানা যায়, গত ২২ জানুয়ারি থেকে ভাঙ্গায় এই চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে ছয় দিন (শুক্রবার ছাড়া) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওএমএসের চাল বিক্রি হয়। একজন ডিলার প্রতিদিন এক হাজার কেজি চাল ও এক হাজার কেজি আটা বরাদ্দ পান। প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে বিক্রি হয়ে থাকে। এক ব্যক্তি সর্বোচ্চ পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আটা ক্রয় করতে পারেন। ক্রেতারা সকাল ৯টার আগেই ডিলারের দোকানের সামনে এসে ভিড় করেন। কিন্তু চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় দুপুরের আগেই বরাদ্দকৃত চাল ও আটা বিক্রি শেষ হয়ে যায়।
ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী মহল্লার বাসিন্দা জমসেদ ফকির (৫৫) জানান, সকাল সাড়ে ৮টায় এসে লাইনে দাঁড়িয়েছি। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর চাল ও আটা কিনতে পারলাম। কম দামে চাল ও আটা কিনতে পেরে আমাদের মতো গরিব মানুষের বেশ উপকার হচ্ছে।
ভাঙ্গার চৌধুরীকান্দা সদরদী মহল্লার মনজু বেগম (৩৫) বলেন, ‘দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি চাল ও আটা কেনার জন্য।’
এ বিষয়ে ডিলার সোবাহান মুন্সী বলেন, ‘যে চাল ও আটা বরাদ্দ পাই, তা দুপুরের আগেই শেষ হয়ে যায়। অনেকেই চাল ও আটা কিনতে এসে না পেয়ে ফেরত যাচ্ছেন। বরাদ্দ দ্বিগুণ করলে মানুষের চাহিদা অনুযায়ী চাল ও আটা বিক্রি করা যেত।’
ফরিদপুরের ভাঙ্গায় ওএমএসের চাল ও আটা ক্রয়ে নিম্ন আয়ের মানুষের ভিড় বাড়ছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সরকারনির্ধারিত ডিলারের দোকানে দেখা যাচ্ছে উপচে পড়া এই ভিড়।
আজ বৃহস্পতিবার সকালে ভাঙ্গা মহিলা কলেজ রোডে ডিলার সোবাহান মুন্সীর দোকানে গিয়ে দেখা যায় ক্রেতাদের দীর্ঘ লাইন। ক্রেতারা সবাই নিম্ন আয়ের মানুষ।
জানা যায়, গত ২২ জানুয়ারি থেকে ভাঙ্গায় এই চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে ছয় দিন (শুক্রবার ছাড়া) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওএমএসের চাল বিক্রি হয়। একজন ডিলার প্রতিদিন এক হাজার কেজি চাল ও এক হাজার কেজি আটা বরাদ্দ পান। প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে বিক্রি হয়ে থাকে। এক ব্যক্তি সর্বোচ্চ পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আটা ক্রয় করতে পারেন। ক্রেতারা সকাল ৯টার আগেই ডিলারের দোকানের সামনে এসে ভিড় করেন। কিন্তু চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় দুপুরের আগেই বরাদ্দকৃত চাল ও আটা বিক্রি শেষ হয়ে যায়।
ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী মহল্লার বাসিন্দা জমসেদ ফকির (৫৫) জানান, সকাল সাড়ে ৮টায় এসে লাইনে দাঁড়িয়েছি। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর চাল ও আটা কিনতে পারলাম। কম দামে চাল ও আটা কিনতে পেরে আমাদের মতো গরিব মানুষের বেশ উপকার হচ্ছে।
ভাঙ্গার চৌধুরীকান্দা সদরদী মহল্লার মনজু বেগম (৩৫) বলেন, ‘দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি চাল ও আটা কেনার জন্য।’
এ বিষয়ে ডিলার সোবাহান মুন্সী বলেন, ‘যে চাল ও আটা বরাদ্দ পাই, তা দুপুরের আগেই শেষ হয়ে যায়। অনেকেই চাল ও আটা কিনতে এসে না পেয়ে ফেরত যাচ্ছেন। বরাদ্দ দ্বিগুণ করলে মানুষের চাহিদা অনুযায়ী চাল ও আটা বিক্রি করা যেত।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৭ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৮ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৮ ঘণ্টা আগে