জবিতে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রাকিব-রাব্বি

জবি প্রতিনিধি 
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১: ২৮
Thumbnail image
সভাপতি হয়েছেন একে এম রাকিব এবং সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন এ কে এম রাকিব এবং সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি। রাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর রায়হান একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং  সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আরও যাঁরা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাঁরা হলেন—সহসভাপতি-মনিরুজ্জামান মনির ও মুহাম্মদ আলমগীর,  যুগ্ম সাধারণ সম্পাদক-সোহান প্রামাণিক ও ফরহাদ ইবনে বাসিত, সাংগঠনিক সম্পাদক-তাওহিদুল ইসলাম, সহসাংগঠনিক-মো. ফারুক ও রবিউল হাসান নয়ন, দপ্তর সম্পাদক-কাজী আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক-অপু মুন্সী, অর্থ সম্পাদক-মো. নুহীন ফিল আল আমিন, সহঅর্থ সম্পাদক-ফাহাদুল ইসলাম নোবেল, ক্রীড়াবিষয়ক সম্পাদক-মো. আসিফ এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক-জাহিদ হাসান হিমেল, আইনবিষয়ক সম্পাদক-তামিম হোসেন এবং শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক-রিয়াদ হাসান।

নতুন কমিটির সভাপতি এ কে এম রাকিব বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার বিগত বছরে যেমন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদা আওয়াজ তুলেছে, এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষা কার্যক্রম পরিবর্তন ও নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে অনন্য পরিচিতি প্রদান করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত