হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালানোর অভিযোগে রাজধানীর দক্ষিণখান থেকে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর নাম মো. ওয়াসিম (৩৫)। 

দক্ষিণখানের ফায়বাদ থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন উত্তরার হজ্ব ক্যাম্প আর্মি ক্যাম্পের সদস্যরা। 

গ্রেপ্তার ওই নেতা দক্ষিণখানের ৪৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি। 

হজ্ব ক্যাম্পের আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা শুক্তবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ নং ওয়ার্ড শ্রমিকলীগের সহ-সভাপতি ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

তিনি বলেন, সেনাবাহিনীর একটি বিশেষ দল ফায়দাবাদ এলাকায় ওয়াসিমের বাসায় আড়াই ঘন্টা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওয়াসিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলাও রয়েছে। 

সেনাবাহিনীর ওই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আজ (শুক্রবার) দক্ষিণখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তদন্ত করে জানতে পেরেছি, শ্রমিক লীগ নেতা ওয়াসিম উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। ওই মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। আসামিকে ডিবি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত