Ajker Patrika

পুরান ঢাকায় ৪ তলা ভবনের আগুন ৮টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮: ৪৩
পুরান ঢাকায় ৪ তলা ভবনের আগুন ৮টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি চারতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার দিবাগত রাতে ভবনটির নিচতলায় গ্যাস বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে তিনজন আহত হন।

ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ঢাকা জোনের উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, প্রথমে ভবনটির নিচ তলায় বিস্ফোরণের বিকট শব্দে হয়। এরপর ভবনের অংশ বিশেষ ধসে পড়ে যায়। জমাকৃত গ্যাস বিস্ফোরণে মাধ্যমে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনে আটকা পড়া লোকদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

মো. বজলুর রশিদ জানান, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে বিস্ফোরণের বিষয়ে জানতে পারেন তারা। জমাকৃত গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ভবনটি একদম ঝুঁকিপূর্ণ। এখান থেকে লোকদের সরে যাওয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত