নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন সিদ্ধান্ত বদল করেছেন ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
হিরো আলম বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন নির্বাচনে থাকব। আমাদের দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। এই যে সুষ্ঠু হয় না, সেটা দেখায় একমাত্র আপনাদের হিরো আলম। তাই নির্বাচন কতটা সুষ্ঠু হয়, সেটা দেখানোর জন্যই আমি প্রত্যাহার করব না।’
এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, ‘নির্বাচনে আসন ভাগাভাগি হয়, আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী দাঁড় করায়, এটা কোনো নির্বাচন না। এটা পাতানো নির্বাচন।’
তবে সংবাদ সম্মেলনে হিরো আলম যেকোনো সময় নির্বাচন থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
হিরো আলম বলেন, ‘আমি নির্বাচনটা করছি প্রতিবাদ হিসেবে। অনেকে বলেছেন আমি টাকার কাছে বিক্রি হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আবার কেউ বলেছেন, ভয় পেয়ে সরে দাঁড়িয়েছি। আসলে এসবের কিছুই নয়। নির্বাচনে থাকলে সুষ্ঠু নির্বাচন না হলে সেটা প্রতিবাদ করা যায়। তাই প্রতিবাদের অংশ হিসেবে আমি প্রার্থিতা প্রত্যাহার করব না।’
স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান আব্দুর রহিম ঘোষণা দেন, দেশজুড়ে সংগঠনের সদস্যদের নির্বাচনের প্রার্থীতা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তাঁরা আজ দিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুর রহিম বলেন, ‘হিরো আলমের সঙ্গে আমাদের এরকম কোনো কথা হয় নাই। তিনি শুধু আজকের এই সংবাদ সম্মেলনে থাকবেন বলে জানিয়েছেন। তার নির্বাচন থেকে সরে যাওয়া-না যাওয়ার সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন সিদ্ধান্ত বদল করেছেন ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
হিরো আলম বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন নির্বাচনে থাকব। আমাদের দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। এই যে সুষ্ঠু হয় না, সেটা দেখায় একমাত্র আপনাদের হিরো আলম। তাই নির্বাচন কতটা সুষ্ঠু হয়, সেটা দেখানোর জন্যই আমি প্রত্যাহার করব না।’
এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, ‘নির্বাচনে আসন ভাগাভাগি হয়, আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী দাঁড় করায়, এটা কোনো নির্বাচন না। এটা পাতানো নির্বাচন।’
তবে সংবাদ সম্মেলনে হিরো আলম যেকোনো সময় নির্বাচন থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
হিরো আলম বলেন, ‘আমি নির্বাচনটা করছি প্রতিবাদ হিসেবে। অনেকে বলেছেন আমি টাকার কাছে বিক্রি হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আবার কেউ বলেছেন, ভয় পেয়ে সরে দাঁড়িয়েছি। আসলে এসবের কিছুই নয়। নির্বাচনে থাকলে সুষ্ঠু নির্বাচন না হলে সেটা প্রতিবাদ করা যায়। তাই প্রতিবাদের অংশ হিসেবে আমি প্রার্থিতা প্রত্যাহার করব না।’
স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান আব্দুর রহিম ঘোষণা দেন, দেশজুড়ে সংগঠনের সদস্যদের নির্বাচনের প্রার্থীতা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তাঁরা আজ দিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুর রহিম বলেন, ‘হিরো আলমের সঙ্গে আমাদের এরকম কোনো কথা হয় নাই। তিনি শুধু আজকের এই সংবাদ সম্মেলনে থাকবেন বলে জানিয়েছেন। তার নির্বাচন থেকে সরে যাওয়া-না যাওয়ার সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত।’
কিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
৬ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেমূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চালকেরা বিক্ষোভ করলে মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে...
৩৩ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
২ ঘণ্টা আগে