সংসদের নিরাপত্তা বৃদ্ধি, বন্ধ একটি গেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১৬: ২৩

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত জাতীয় সংসদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রাজধানীসহ সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এর অংশ হিসেবে সংসদের তিনটি গেটের একটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

জাতীয় সংসদের তিনটি গেট। এটি হলো—জাতীয় সংসদের খেজুরবাগান সংলগ্ন এলাকার গেট, মণিপুরি পাড়া সংলগ্ন গেট এবং আসাদগেট সংলগ্ন গেট। এর মধ্যে নিরাপত্তার স্বার্থে খেজুরবাগান সংলগ্ন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

সংসদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা সার্জেন্ট অ্যাট আর্মসের এক কর্মকর্তা বলেন, ‘আন্দোলন শুরুর পর থেকে সংসদের নিরাপত্তার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি।’ তিনি জানান, ধানমন্ডি-২৭, আড়ং ও আসাদগেট সংলগ্ন এলাকায় আন্দোলন থাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

ওই কর্মকর্তা আরও জানান, নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্যোগ নেওয়া হলেও বাড়তি লোকবল আনা হয়নি বাইরে থেকে। সার্জেন্ট অ্যাট আর্মসের যত লোক ছিল তা দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত