নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দখলে দূষণে অস্তিত্ব সংকটে রয়েছে ঢাকার অধিকাংশ খাল। এই খালগুলোকে দখল মুক্ত করতে খালের দুই পাশে সীমানা পিলার স্থাপনের বিশেষ উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কাজে ডিএনসিসিকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শনিবার রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় কিউলেক্স মশার বিস্তার রোধে বিশেষ অভিযানের উদ্বোধনের সময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এই কথা বলেন।
ডিএনসিসির মেয়র বলেন, ‘ঢাকা শহরের খাল, বিল, জলাশয় দখল একটি নিয়মিত চিত্র। দখল হওয়া জায়গা উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রত্যেক খালের সীমানা নির্ধারণ করে পিলার দেওয়ার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছি।`
আতিকুল ইসলাম বলেন, তালতলা নতুনবাগের ঝিলটাও অনেক বড় ছিল। অনেকাংশে ভরাট করা হয়েছে। এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে কেউ যেন ঝিল দখল না করে। আজ বস্তির মাধ্যমে দখল করা হলে, কাল পাঁচতলা বিল্ডিং হয়ে যাবে। এভাবে পানির আঁধার শেষ হয়ে যাচ্ছে। শহরের পরিবেশ সুরক্ষায় জলাশয় টিকিয়ে রাখতে হবে।
মেয়র বলেন, এডিস মশার পাশাপাশি এখন কিউলেক্স মশার চ্যালেঞ্জও চলে এসেছে। কিউলেক্স মশা জন্মে অপরিষ্কার পানিতে। এ জন্য খাল ও ডোবা পরিষ্কার রাখতে হবে। আজ তালতলার নতুনবাগ এলাকার ঝিল পরিষ্কার করে দিচ্ছি। তারপর এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে যেন কেউ ময়লা না ফেলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর এম সাইদুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।
দখলে দূষণে অস্তিত্ব সংকটে রয়েছে ঢাকার অধিকাংশ খাল। এই খালগুলোকে দখল মুক্ত করতে খালের দুই পাশে সীমানা পিলার স্থাপনের বিশেষ উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কাজে ডিএনসিসিকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শনিবার রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় কিউলেক্স মশার বিস্তার রোধে বিশেষ অভিযানের উদ্বোধনের সময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এই কথা বলেন।
ডিএনসিসির মেয়র বলেন, ‘ঢাকা শহরের খাল, বিল, জলাশয় দখল একটি নিয়মিত চিত্র। দখল হওয়া জায়গা উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রত্যেক খালের সীমানা নির্ধারণ করে পিলার দেওয়ার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছি।`
আতিকুল ইসলাম বলেন, তালতলা নতুনবাগের ঝিলটাও অনেক বড় ছিল। অনেকাংশে ভরাট করা হয়েছে। এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে কেউ যেন ঝিল দখল না করে। আজ বস্তির মাধ্যমে দখল করা হলে, কাল পাঁচতলা বিল্ডিং হয়ে যাবে। এভাবে পানির আঁধার শেষ হয়ে যাচ্ছে। শহরের পরিবেশ সুরক্ষায় জলাশয় টিকিয়ে রাখতে হবে।
মেয়র বলেন, এডিস মশার পাশাপাশি এখন কিউলেক্স মশার চ্যালেঞ্জও চলে এসেছে। কিউলেক্স মশা জন্মে অপরিষ্কার পানিতে। এ জন্য খাল ও ডোবা পরিষ্কার রাখতে হবে। আজ তালতলার নতুনবাগ এলাকার ঝিল পরিষ্কার করে দিচ্ছি। তারপর এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে যেন কেউ ময়লা না ফেলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর এম সাইদুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।
অবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
১৬ মিনিট আগেবরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
৩৬ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
৪৪ মিনিট আগে