যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১৭: ০৯

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল খায়ের (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভ্যান চালক ছিলেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আবুল খায়েরের ভাই মফিজুর রহমান জানান, তাঁদের বাড়ি যশোর জেলার কোতোয়ালির নীলগঞ্জ সাহাপাড়া গ্রামে। বাবার নাম কাঞ্চন মোল্লা। বর্তমানে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে শ্যামপুর পোস্তগোলা কুলিবাগান এলাকায় ভাড়া থাকতেন।

মফিজুর রহমান আরও জানান, তার ভাই আবুল খায়ের ভ্যানে করে মাল টানার কাজ করতেন। আজকে পোস্তগোলা থেকে লোহার প্লেট নিয়ে যাত্রাবাড়ী এলাকায় যাচ্ছিলেন। যাত্রাবাড়ী চন্দনকোঠা শেখপাড়া এলাকায় এলে নড়াইল এক্সপ্রেস নামে একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পথচারীদের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত