Ajker Patrika

কামরাঙ্গীরচরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৩৮
কামরাঙ্গীরচরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

রাজধানীর কামরাঙ্গীরচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. সিদ্দিকুর রহমান (৬০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে কামরাঙ্গীরচর মাতবর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত সিদ্দিকের ছোট ভাই ইদ্রিস আলী জানান, তাঁদের বাড়ি মাদারীপুরের কালকিনি থানার উর্বির চর গ্রামে। মৃত সিদ্দিকুর রহমান বর্তমানে কামরাঙ্গীরচর রানি মার্কেট কাঠপট্টি এলাকায় থাকতেন এবং সেখানে কাঠের ব্যবসা করতেন। 

ইদ্রিস আলী জানান, সোমবার রাতে কাঠ কিনতে কামরাঙ্গীরচর বেড়িবাঁধের একটি স মিলে যান সিদ্দিকুর। সেখান থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। কামরাঙ্গীরচর মাতবর বাজার এলাকায় এলে দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। পরে ওই মোটরসাইকেল চালকসহ কয়েকজন পথচারী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, কামরাঙ্গীরচর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন ওই ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত