নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দশম গ্রেডে থাকা উপজেলা সমবায় কর্মকর্তার পদ ৯ম গ্রেড এবং ১১তম গ্রেডে থাকা পরিদর্শকের পদটি দশম গ্রেডে করার দাবি উঠেছে। এ বিষয়ে আজ রোববার শেরেবাংলা নগরের সমবায় অধিদপ্তরে বৈষম্যবিরোধী কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে এমন দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা কর্মকর্তারা-কর্মচারীরা।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে-বঞ্চিত ও যোগ্য কর্মকর্তা ও কর্মচারীকে দ্রুত পদোন্নতি দেওয়া; দীর্ঘ কয়েক বছর ধরে জেলা ও সমবায় অফিসারের কার্যালয় ও মেট্রোপলিটন থানা সমবায় দপ্তরে কর্মরতদের দ্রুত ঢাকার বাইরে বদলি করা; সমবায় অধিদপ্তরকে দুর্নীতি মুক্ত করা; বঞ্চিতদের হয়রানি বন্ধ করা; বদলি ও নিয়োগে দুর্নীতিমুক্ত করা; একই লোককে ঘুরিয়ে ফিরিয়ে মেট্রো থানা বা জেলা সমবায় অফিসে পদায়ন না করা; সদ্য বিদায়ী সরকারের আমলে অহেতুক দায়েরকৃত বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তি করা ইত্যাদি।
সরেজমিনে দেখা যায়, দাবি বাস্তবায়নে সকাল থেকে কর্মকর্তা ও কর্মচারীরা দুইটি ব্যানার ও কয়েকটি ফেস্টুন নিয়ে সমবায় অধিদপ্তর চত্বরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দাবি আদায় না হলে তারা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন।
বেলা ৩টার দিকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম অফিসে আসলে কর্মকর্তা ও কর্মচারীরা তার কাছে তাদের দাবি তুলে ধরেন। তখন দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
পরবর্তীতে নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম তার বক্তব্যে কর্মকর্তা ও কর্মচারীদের পদ আপগ্রেডেশনের সঙ্গে একমত প্রকাশ করেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, অধিদপ্তরের পদ আপগ্রেডেশনের ক্ষমতা নেই। আমরা এখান থেকে সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত সময়ের মধ্যে এই সংক্রান্ত নথি উপস্থাপন করা হবে। যাতে তা বাস্তবায়ন করা হয় সেই বিষয়েও নিয়মিত খোঁজ রাখা হবে।
দশম গ্রেডে থাকা উপজেলা সমবায় কর্মকর্তার পদ ৯ম গ্রেড এবং ১১তম গ্রেডে থাকা পরিদর্শকের পদটি দশম গ্রেডে করার দাবি উঠেছে। এ বিষয়ে আজ রোববার শেরেবাংলা নগরের সমবায় অধিদপ্তরে বৈষম্যবিরোধী কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে এমন দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা কর্মকর্তারা-কর্মচারীরা।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে-বঞ্চিত ও যোগ্য কর্মকর্তা ও কর্মচারীকে দ্রুত পদোন্নতি দেওয়া; দীর্ঘ কয়েক বছর ধরে জেলা ও সমবায় অফিসারের কার্যালয় ও মেট্রোপলিটন থানা সমবায় দপ্তরে কর্মরতদের দ্রুত ঢাকার বাইরে বদলি করা; সমবায় অধিদপ্তরকে দুর্নীতি মুক্ত করা; বঞ্চিতদের হয়রানি বন্ধ করা; বদলি ও নিয়োগে দুর্নীতিমুক্ত করা; একই লোককে ঘুরিয়ে ফিরিয়ে মেট্রো থানা বা জেলা সমবায় অফিসে পদায়ন না করা; সদ্য বিদায়ী সরকারের আমলে অহেতুক দায়েরকৃত বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তি করা ইত্যাদি।
সরেজমিনে দেখা যায়, দাবি বাস্তবায়নে সকাল থেকে কর্মকর্তা ও কর্মচারীরা দুইটি ব্যানার ও কয়েকটি ফেস্টুন নিয়ে সমবায় অধিদপ্তর চত্বরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দাবি আদায় না হলে তারা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন।
বেলা ৩টার দিকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম অফিসে আসলে কর্মকর্তা ও কর্মচারীরা তার কাছে তাদের দাবি তুলে ধরেন। তখন দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
পরবর্তীতে নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম তার বক্তব্যে কর্মকর্তা ও কর্মচারীদের পদ আপগ্রেডেশনের সঙ্গে একমত প্রকাশ করেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, অধিদপ্তরের পদ আপগ্রেডেশনের ক্ষমতা নেই। আমরা এখান থেকে সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত সময়ের মধ্যে এই সংক্রান্ত নথি উপস্থাপন করা হবে। যাতে তা বাস্তবায়ন করা হয় সেই বিষয়েও নিয়মিত খোঁজ রাখা হবে।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
১১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে