জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করার সময় তাঁদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন বগুড়া জেলার হাজীপুর গ্রামের আহনাফ শাহরিয়ার তামিম এবং ময়মনসিংহ জেলার মাদানীনগরের ফয়সাল আহমেদ।
আহনাফ শাহরিয়ার তানিম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হতে আসেন। তিনি ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার্থী ছিলেন। ভর্তি পরীক্ষায় তাঁর মেধাক্রম ছিল ২৪৯তম।
আরেক অভিযুক্ত ফয়সাল হোসেন আইন ও বিচার বিভাগে ভর্তি হতে আসেন। তিনি ‘বি’ ইউনিট থেকে পঞ্চম শিফটে পরীক্ষা দেন। ভর্তি পরীক্ষায় তাঁর মেধাক্রম ছিল ৪৮তম।
আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন।
নিরাপত্তা অফিস জানায়, গতকাল রোববার দুপুরে তাঁরা ভর্তি হতে আসেন। এ সময় তাঁদের ভর্তি পরীক্ষার খাতার লেখার সঙ্গে হাতে লেখা মিল না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃপক্ষ। এ সময় অভিযুক্তরা প্রক্সির বিষয়টি স্বীকার করেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন এবং আসামি হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক নূর আলম সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ সকাল ১০টার পর ওই আসামিদের আদালতে চালান করা হয়েছে।
প্রশাসনের কাছে লিখিত বক্তব্যে আহনাফ বলেন, তাঁর আপন খালাতো ভাই বগুড়ার আজিজুল হক কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমানের সঙ্গে দুই লাখ টাকার চুক্তি হয়। ভর্তি পরীক্ষায় আহনাফের হয়ে মুশফিকুর রহমান অংশগ্রহণ করেন।
অন্যদিকে ফয়সাল হোসেন প্রক্সির বিষয়টি স্বীকার করলেও তাঁর হয়ে কে পরীক্ষা দিয়েছিলেন এবং কত টাকার বিনিময়ে পরীক্ষা দেওয়ার চুক্তি হয় এসব কিছু গোপন রাখেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, ‘সন্দেহজনক মনে হওয়ায় ওই দুই শিক্ষার্থীকে গতকাল দুপুরে আটক করা হয়। এ সময় অভিযুক্তরা অভিযোগ স্বীকার করে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আশুলিয়া থানায় মামলা দায়ের করি। পরে যথাযথ নিয়ম মেনে আসামিদের পুলিশে হস্তান্তর করা হয়।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করার সময় তাঁদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন বগুড়া জেলার হাজীপুর গ্রামের আহনাফ শাহরিয়ার তামিম এবং ময়মনসিংহ জেলার মাদানীনগরের ফয়সাল আহমেদ।
আহনাফ শাহরিয়ার তানিম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হতে আসেন। তিনি ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার্থী ছিলেন। ভর্তি পরীক্ষায় তাঁর মেধাক্রম ছিল ২৪৯তম।
আরেক অভিযুক্ত ফয়সাল হোসেন আইন ও বিচার বিভাগে ভর্তি হতে আসেন। তিনি ‘বি’ ইউনিট থেকে পঞ্চম শিফটে পরীক্ষা দেন। ভর্তি পরীক্ষায় তাঁর মেধাক্রম ছিল ৪৮তম।
আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন।
নিরাপত্তা অফিস জানায়, গতকাল রোববার দুপুরে তাঁরা ভর্তি হতে আসেন। এ সময় তাঁদের ভর্তি পরীক্ষার খাতার লেখার সঙ্গে হাতে লেখা মিল না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃপক্ষ। এ সময় অভিযুক্তরা প্রক্সির বিষয়টি স্বীকার করেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন এবং আসামি হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক নূর আলম সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ সকাল ১০টার পর ওই আসামিদের আদালতে চালান করা হয়েছে।
প্রশাসনের কাছে লিখিত বক্তব্যে আহনাফ বলেন, তাঁর আপন খালাতো ভাই বগুড়ার আজিজুল হক কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমানের সঙ্গে দুই লাখ টাকার চুক্তি হয়। ভর্তি পরীক্ষায় আহনাফের হয়ে মুশফিকুর রহমান অংশগ্রহণ করেন।
অন্যদিকে ফয়সাল হোসেন প্রক্সির বিষয়টি স্বীকার করলেও তাঁর হয়ে কে পরীক্ষা দিয়েছিলেন এবং কত টাকার বিনিময়ে পরীক্ষা দেওয়ার চুক্তি হয় এসব কিছু গোপন রাখেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, ‘সন্দেহজনক মনে হওয়ায় ওই দুই শিক্ষার্থীকে গতকাল দুপুরে আটক করা হয়। এ সময় অভিযুক্তরা অভিযোগ স্বীকার করে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আশুলিয়া থানায় মামলা দায়ের করি। পরে যথাযথ নিয়ম মেনে আসামিদের পুলিশে হস্তান্তর করা হয়।’
বগুড়ার শেরপুরে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরের কর্মকারপাড়ার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগেজামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বর হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে ফোন করে টাকা দাবি করছে।
৫ মিনিট আগেরমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি পাবলিক লাইব্রেরি মাঠে কৃষকের বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১০ মিনিট আগেসর্বনিম্ন বেতন স্কেল ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে আমরণ অনশন ভেঙেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আউটসোর্সিং কর্মচারীরা। শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গতকাল বৃহস্পতিবার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে ১২ দিন পর ২৮৭ জন কর্মচারী রাত ৮টা থেকে কাজে যোগ দেন।
১৭ মিনিট আগে