মানিকগঞ্জ প্রতিনিধি
মায়ের জানাজায় অংশ নিতে এক ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে মানিকগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় মায়ের জানাজায় অংশ নেন। পরে জানাজা শেষে তাঁকে কারাগারে নেওয়া হয়।
মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাকের মা জোহরা বেগম (৭০) গতকাল সোমবার সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেন। প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় সদর উপজেলার দাশরা গ্রামের ভাওইপাড়ার নিজ এলাকা রহমতপুর কবরস্থানে জানাজায় অংশ নেন। এরপর জানাজা শেষ করে বেলা ২টার দিকে কবরস্থান থেকে কারাগারে নেওয়া হয়।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে জানুয়ারি মাসের ২২ তারিখ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা তাঁর মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ প্রহরায় তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
মায়ের জানাজায় অংশ নিতে এক ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে মানিকগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় মায়ের জানাজায় অংশ নেন। পরে জানাজা শেষে তাঁকে কারাগারে নেওয়া হয়।
মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাকের মা জোহরা বেগম (৭০) গতকাল সোমবার সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেন। প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় সদর উপজেলার দাশরা গ্রামের ভাওইপাড়ার নিজ এলাকা রহমতপুর কবরস্থানে জানাজায় অংশ নেন। এরপর জানাজা শেষ করে বেলা ২টার দিকে কবরস্থান থেকে কারাগারে নেওয়া হয়।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে জানুয়ারি মাসের ২২ তারিখ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা তাঁর মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ প্রহরায় তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া, বৈষম্যবিরোধী, ছাত্র আন্দোলন, নেতা-কর্মী, হাসপাতাল, জেলার খবর
১ ঘণ্টা আগেজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ ফারুক রাজধানীতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের সামনে এক সড়ক দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পান।
১ ঘণ্টা আগেধর্ষণের শিকার অধিকাংশ ভুক্তভোগী মানসিক স্বাস্থ্যসেবা ও সহায়তা নেয় না; যার ফলে তারা পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার, সামাজিক ভয়, আত্মহত্যার প্রবণতা এবং অন্যান্য মানসিক সমস্যায় ভোগে। আজ রোববার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ‘ধর্ষণ: শিশু ও কিশোর-কিশোরীদের ওপর সরাসরি ও পরোক্ষ প্রভাব’ শীর্ষক সংবাদ
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর টেরিবাজারে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় আগুনের সূত্রপাত হয়। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গুদামের ভেতর থেকে ধোঁয়া উঠছিল।
১ ঘণ্টা আগে