জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা। আলটিমেটাম অনুযায়ী নির্মাণকাজ সেনাবাহিনীকে হস্তান্তরের সংশোধিত নতুন চিঠি না আসায় তাঁরা এই আন্দোলনে নেমেছেন।
এ সময় অনশনরত শিক্ষার্থীরাও পদযাত্রায় অংশ নেন।
আজ সোমবার বিকেল ৪টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই গণপদযাত্রা শুরু করা হয়। পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অনশনরত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল মুরাদ আজকের পত্রিকাকে বলেন, আলটিমেটাম অনুযায়ী নবায়ন করা চিঠি না আসায় আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করছি। সচিবালয়ের ফুটপাতে আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো—
১) সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকা অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।
২) পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩) যত দিন অবধি আবাসনের ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা। আলটিমেটাম অনুযায়ী নির্মাণকাজ সেনাবাহিনীকে হস্তান্তরের সংশোধিত নতুন চিঠি না আসায় তাঁরা এই আন্দোলনে নেমেছেন।
এ সময় অনশনরত শিক্ষার্থীরাও পদযাত্রায় অংশ নেন।
আজ সোমবার বিকেল ৪টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই গণপদযাত্রা শুরু করা হয়। পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অনশনরত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল মুরাদ আজকের পত্রিকাকে বলেন, আলটিমেটাম অনুযায়ী নবায়ন করা চিঠি না আসায় আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করছি। সচিবালয়ের ফুটপাতে আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো—
১) সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকা অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।
২) পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩) যত দিন অবধি আবাসনের ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
মনির হোসেন তাঁর শিশুসন্তানকে লালনপালনের জন্য গাছা থানার বাদে কলমেশ্বর এলাকায় বসবাসকারী তাঁর এক আত্মীয়ের কাছে দত্তক দেন। ঈদুল ফিতরের পর মনির তাঁর সন্তানকে দেখতে ওই বাড়িতে যান। রাশেদ জানান, গত বৃহস্পতিবার বিকেলে মনিরের ছেলে ওই বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় তিনি তাঁর সহযোগীদের সহযোগিতায়..
১১ মিনিট আগেরাজশাহীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ফারিহা নাজনীন রিসতা (৩৫) নামের আমেরিকাপ্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানকার একটি বিল্ডিংয়ের আটতলা থেকে তিনি পড়ে যান।
১৫ মিনিট আগেমাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মল্লিকপাড়া জামে মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা–কর্মীদের হামলার শিকার জেলা যুবদলের কার্যনির্বাহী পরিষদের সদস্য মুন্সী মিরান হোসেন (৪৩) মারা গেছেন। ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত ৮টার দিকে তাঁর...
১৬ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত লাভলু মিয়ার (৫০) লাশ দাফন করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নের রাজরামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
২৫ মিনিট আগে