Ajker Patrika

পিকআপ-সিএনজি সংঘর্ষে ৪ জনের মৃত্যুর ঘটনায় পিকআপচালক গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
পিকআপ-সিএনজি সংঘর্ষে ৪ জনের মৃত্যুর ঘটনায় পিকআপচালক গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়নে গত ২৫ মার্চ (শুক্রবার) পিকআপের-সিএনজির সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় অভিযুক্ত পিকআপচালক রবেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে রায়পুরা থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে রায়পুরা আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ফরিদ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিরগঞ্জ ইউনিয়নের পার্শ্ববর্তী শিবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত পিকআপচালক রবেল শিবপুর উপজেলার সৈকারচর এলাকার মো. : মিলন মিয়ার ছেলে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, পিকআপচালককে গ্রেপ্তার করে দুপুরেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত ২৫ মার্চ সকালে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে সজল ভূঁইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে। সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা চারজন নিহত হন। নিহতেরা হলেন সিএনজি চালক উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আইন উদ্দিন (৪০), এসএসসি শিক্ষার্থী একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম উদ্দিন শাকিল (১৮), মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২), আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত