কিশোরগঞ্জ প্রতিনিধি
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্বাচনী পোস্টারে লেখা ‘জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’। যদিও বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। আমরা কোনো জোট বা মহাজোটে নেই। জাতীয় পার্টির মার্কা লাঙ্গল, সেই মার্কা নিয়ে আমরা আমাদের নির্বাচন করছি।’ এমন বক্তব্য দিয়ে আবার তার পোস্টার এমন লেখা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মহাজোটের সমঝোতায় কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে দলীয় প্রার্থী প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। তবে তাকে আওয়ামী লীগ সমর্থন দেয়নি বলে জানিয়েছে সেখানকার আওয়ামী লীগ নেতারা।
পোস্টারে লেখা আছে ‘জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা, বর্তমান সংসদ সদস্য, জননেতা অ্যাড মুজিবুল হক চুন্নু ভাইকে লাঙল মার্কায় মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।’
এমন পোস্টার দেখে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। তাঁরা বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান। কিন্তু আসনটি জাতীয় পার্টির সঙ্গে সমঝোতায় ছাড় দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মো. নাসিমুল হক, নিউইয়র্ক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মাহফুজুল হক হায়দার, রুবেল মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। এই চার স্বতন্ত্র প্রার্থী এক জোট হয়ে যাবে জানা গেছে। খুব শিগগিরই আলোচনা করে একজনকে নিয়ে মাঠে নামবে। করিমগঞ্জ-তাড়াইল উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা এখনো চুন্নুকে সমর্থন জানায়নি। তাহলে এই পোস্টার কীভাবে এলো?
প্রার্থিতা প্রত্যাহার করা নাসিরুল ইসলাম খান বলেন, ‘নেত্রীর সিদ্ধান্ত মোতাবেক আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। কিন্তু তাকে সমর্থন দেইনি।’
তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহারও বলেছেন, ‘চুন্নুকে আওয়ামী লীগ সমর্থন দেয়নি। তার পক্ষে আমরা নির্বাচনী কাজও করছি না।’
এদিকে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নিউইয়র্ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুল হক বলেছেন, ‘বিষয়টি নিয়ে দলের অন্য স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেও কথা হয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করব।’
কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া বলেন, ‘আমরা খুব শিগগিরই রিটার্নিং কর্মকর্তার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করব।’
এ বিষয়ে কথা বলতে জাতীয় পার্টির মহাসচিব ও বর্তমান এমপি মুজিবুল হক চুন্নুর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্বাচনী পোস্টারে লেখা ‘জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’। যদিও বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। আমরা কোনো জোট বা মহাজোটে নেই। জাতীয় পার্টির মার্কা লাঙ্গল, সেই মার্কা নিয়ে আমরা আমাদের নির্বাচন করছি।’ এমন বক্তব্য দিয়ে আবার তার পোস্টার এমন লেখা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মহাজোটের সমঝোতায় কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে দলীয় প্রার্থী প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। তবে তাকে আওয়ামী লীগ সমর্থন দেয়নি বলে জানিয়েছে সেখানকার আওয়ামী লীগ নেতারা।
পোস্টারে লেখা আছে ‘জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা, বর্তমান সংসদ সদস্য, জননেতা অ্যাড মুজিবুল হক চুন্নু ভাইকে লাঙল মার্কায় মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।’
এমন পোস্টার দেখে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। তাঁরা বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান। কিন্তু আসনটি জাতীয় পার্টির সঙ্গে সমঝোতায় ছাড় দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মো. নাসিমুল হক, নিউইয়র্ক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মাহফুজুল হক হায়দার, রুবেল মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। এই চার স্বতন্ত্র প্রার্থী এক জোট হয়ে যাবে জানা গেছে। খুব শিগগিরই আলোচনা করে একজনকে নিয়ে মাঠে নামবে। করিমগঞ্জ-তাড়াইল উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা এখনো চুন্নুকে সমর্থন জানায়নি। তাহলে এই পোস্টার কীভাবে এলো?
প্রার্থিতা প্রত্যাহার করা নাসিরুল ইসলাম খান বলেন, ‘নেত্রীর সিদ্ধান্ত মোতাবেক আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। কিন্তু তাকে সমর্থন দেইনি।’
তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহারও বলেছেন, ‘চুন্নুকে আওয়ামী লীগ সমর্থন দেয়নি। তার পক্ষে আমরা নির্বাচনী কাজও করছি না।’
এদিকে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নিউইয়র্ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুল হক বলেছেন, ‘বিষয়টি নিয়ে দলের অন্য স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেও কথা হয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করব।’
কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া বলেন, ‘আমরা খুব শিগগিরই রিটার্নিং কর্মকর্তার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করব।’
এ বিষয়ে কথা বলতে জাতীয় পার্টির মহাসচিব ও বর্তমান এমপি মুজিবুল হক চুন্নুর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৮ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৮ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগে