আল-আমিন রাজু, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে চোখে ভুল অপারেশনের অভিযোগ উঠেছে আল নূর চক্ষু হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের এক চিকিৎসক রোগীর বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করেন। এতে বর্তমানে ভুক্তভোগীর দুই চোখই বন্ধ বলে অভিযোগ রোগীর স্বজনদের। এ ঘটনায় রোগীর ছেলে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক।
ভুল চিকিৎসার বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী হেলেনা বেগম বলেন, ‘বাম চোখের নেত্রর অপারেশনের জন্য আল নূর হাসপাতালে আমার স্বামীকে ভর্তি করানো হয়। পরে গত ৩ তারিখ রোববার বাম চোখের অপারেশন হয়। অপারেশন শেষে পরদিন সোমবার তার চোখের ব্যান্ডেজ খুলতে গিয়ে দেখি ডান চোখে কাটা। পরে জানতে পারি বাম চোখের বদলে ডাক্তার প্রথমে ডান চোখ কাটে। কিন্তু পরবর্তীতে আবার বাম চোখে অপারেশন করে। বিষয়টা হাসপাতালের ডাক্তারদের জানালে ভুল অপারেশনের বিষয়টি প্রথমে অস্বীকার করে। পরে তারা বলে, ডান চোখে ময়লা ছিল সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে।’
হেলেনা আরও বলেন, ‘এই দেশে টাকা ছাড়া ডাক্তাররা রোগীর সঙ্গে কথা পর্যন্ত বলে না। সেখানে এক চোখের অপারেশনের জন্য টাকা নিয়েছে। দুই চোখ অপারেশন করে দেবে, এটা কি বিশ্বাসযোগ্য। বর্তমানে আমার স্বামীকে হাসপাতাল থেকে বাসায় এনেছি। দুই চোখের একটিও খুলতে পারছে না। ডান চোখও ফুলে আছে।’
আল নূর হাসপাতালে গত ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বাসিন্দা মো. ওবায়দুলের অপারেশনের ডিসিআর ও অভিযোগ সূত্রে জানা গেছে, তার বাম চোখের অপারেশনের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শুধু মাত্র বাম চোখের অপারেশনের বিষয়টি ডিসিআর এ উল্লেখ করা হয়েছে। আর এই অপারেশনটি করেছেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ও হাসপাতালটির পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সাঈদ। চিকিৎসা ও অপারেশন সংক্রান্ত নথি আজকের পত্রিকার হাতে রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকার চিকিৎসক আবু সাঈদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
ভুক্তভোগীর অভিযোগ তদন্ত হচ্ছে উল্লেখ করে ওসি মাহফুজ বলেন, ‘লিখিত একটি অভিযোগ পেয়েছি। থানার এক কর্মকর্তাকে প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মোহাম্মদপুরে চোখে ভুল অপারেশনের অভিযোগ উঠেছে আল নূর চক্ষু হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের এক চিকিৎসক রোগীর বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করেন। এতে বর্তমানে ভুক্তভোগীর দুই চোখই বন্ধ বলে অভিযোগ রোগীর স্বজনদের। এ ঘটনায় রোগীর ছেলে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক।
ভুল চিকিৎসার বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী হেলেনা বেগম বলেন, ‘বাম চোখের নেত্রর অপারেশনের জন্য আল নূর হাসপাতালে আমার স্বামীকে ভর্তি করানো হয়। পরে গত ৩ তারিখ রোববার বাম চোখের অপারেশন হয়। অপারেশন শেষে পরদিন সোমবার তার চোখের ব্যান্ডেজ খুলতে গিয়ে দেখি ডান চোখে কাটা। পরে জানতে পারি বাম চোখের বদলে ডাক্তার প্রথমে ডান চোখ কাটে। কিন্তু পরবর্তীতে আবার বাম চোখে অপারেশন করে। বিষয়টা হাসপাতালের ডাক্তারদের জানালে ভুল অপারেশনের বিষয়টি প্রথমে অস্বীকার করে। পরে তারা বলে, ডান চোখে ময়লা ছিল সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে।’
হেলেনা আরও বলেন, ‘এই দেশে টাকা ছাড়া ডাক্তাররা রোগীর সঙ্গে কথা পর্যন্ত বলে না। সেখানে এক চোখের অপারেশনের জন্য টাকা নিয়েছে। দুই চোখ অপারেশন করে দেবে, এটা কি বিশ্বাসযোগ্য। বর্তমানে আমার স্বামীকে হাসপাতাল থেকে বাসায় এনেছি। দুই চোখের একটিও খুলতে পারছে না। ডান চোখও ফুলে আছে।’
আল নূর হাসপাতালে গত ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বাসিন্দা মো. ওবায়দুলের অপারেশনের ডিসিআর ও অভিযোগ সূত্রে জানা গেছে, তার বাম চোখের অপারেশনের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শুধু মাত্র বাম চোখের অপারেশনের বিষয়টি ডিসিআর এ উল্লেখ করা হয়েছে। আর এই অপারেশনটি করেছেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ও হাসপাতালটির পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সাঈদ। চিকিৎসা ও অপারেশন সংক্রান্ত নথি আজকের পত্রিকার হাতে রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকার চিকিৎসক আবু সাঈদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
ভুক্তভোগীর অভিযোগ তদন্ত হচ্ছে উল্লেখ করে ওসি মাহফুজ বলেন, ‘লিখিত একটি অভিযোগ পেয়েছি। থানার এক কর্মকর্তাকে প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডাকা সালিসে দুই ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।
৬ মিনিট আগেঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন।
৩৪ মিনিট আগেমিসরের ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন বিমানের এই কর্মকর্তাদের কারাগারে
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
১ ঘণ্টা আগে