নববর্ষে রাজধানীর যেসব রাস্তা বন্ধ, চলতে হবে যে পথে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ১৯: ০৫
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৯: ৩৩

বাংলা নতুন বছর ১৪৩১ উদ্‌যাপন উপলক্ষে রাজধানী থাকবে উৎসবমুখর। এ কারণে রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগামীকাল রোববার ভোর ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বেশ কিছু সড়ক বন্ধ ও বিকল্প ব্যবহারের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। এই সময়ে নগরবাসীকে এলাকা বা রোডগুলো পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী—বাংলামোটর ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং পয়েন্টকে সম্ভাব্য ডাইভারশন পয়েন্ট হিসেবে ধরা হয়েছে। 

এ সময় যানবাহন চলাচলের বিকল্প সড়কের নির্দেশনায় বলা হয়েছে—

মিরপুর-ফার্মগেট হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহনগুলো বাংলামোটর-মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যেতে বলা হয়েছে। বঙ্গবাজার-হাইকোর্ট থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহনগুলো কদম ফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। জিরো পয়েন্ট-কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে এবং শান্তিনগর-রাজমণি থেকে গুলিস্থান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহনগুলোকে নাইটিঙ্গেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাতে বলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত