নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে চলমান গ্যাস সংকট সামাল দিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে অর্থাৎ ১৩ মার্চ থেকে ৬ এপ্রিল সারা দেশে সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদে মানুষের নির্বিঘ্ন যাতায়াত সুবিধার্থে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল দিন রাত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে।
আজ বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।
এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
নসরুল হামিদ বলেন, আমদানি করা গ্যাসের একটি ভাসমান টার্মিনাল বন্ধ থাকা ও দেশীয় গ্যাসের সরবরাহও কমে যাওয়ায় কিছুটা গ্যাস সংকট আছে। এই সংকট নিরসনে আমরা কাজ করছি। তবে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সংকট হবে না বলেও আশাবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রীষ্মের তাপদাহের কারণে ফসলের খেতে সেচের প্রয়োজন বাড়ছে। প্রতি বছরই এই চাহিদা পূরণে আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হয়। সেচের চাহিদা, রোজার মাস ও দাবদাহের কারণে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। তাই কৃষি জমিতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্রে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেচ যন্ত্র চালাতে হবে। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
দেশে চলমান গ্যাস সংকট সামাল দিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে অর্থাৎ ১৩ মার্চ থেকে ৬ এপ্রিল সারা দেশে সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদে মানুষের নির্বিঘ্ন যাতায়াত সুবিধার্থে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল দিন রাত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে।
আজ বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।
এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
নসরুল হামিদ বলেন, আমদানি করা গ্যাসের একটি ভাসমান টার্মিনাল বন্ধ থাকা ও দেশীয় গ্যাসের সরবরাহও কমে যাওয়ায় কিছুটা গ্যাস সংকট আছে। এই সংকট নিরসনে আমরা কাজ করছি। তবে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সংকট হবে না বলেও আশাবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রীষ্মের তাপদাহের কারণে ফসলের খেতে সেচের প্রয়োজন বাড়ছে। প্রতি বছরই এই চাহিদা পূরণে আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হয়। সেচের চাহিদা, রোজার মাস ও দাবদাহের কারণে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। তাই কৃষি জমিতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্রে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেচ যন্ত্র চালাতে হবে। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৫ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
২৫ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগে