নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালত বর্জন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আইনজীবীদের চারটি সংগঠন। আজ রোববার সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আদালত বর্জনের সমর্থনে সভা করে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। আর আদালত বর্জনের নামে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট বার ও আওয়ামী আইনজীবী পরিষদ। এছাড়া পৃথক সংবাদ সম্মেলন করে আদালত বর্জনের ঘোষণা দেন জামায়াতপন্থী আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি :
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মো.আব্দুন নূর দুলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, জাতীয় নির্বাচন একটি সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাধ্যবাধকতা। এই নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন প্রতিহত করার নামে আইনজীবী ফোরাম আদালত বর্জনের যে ডাক দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এরূপ আহ্বান গণতন্ত্র–আইনের শাসনের পরিপন্থী এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই অপপ্রয়াসের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে যে, দেশের সকল আদালত যথারীতি খোলা থাকবে। এ সময় বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, অন্যান্য নেতা এবং আওয়ামী সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ :
আদালত বর্জনের সিদ্ধান্তের প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বারের সংবাদ সম্মেলনের পরপরই আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ন সংবাদ সম্মেলনে কথা বলে। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট বশির আহমেদসহ আওয়ামীপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে তারা আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।
আদালত বর্জনের সমর্থনে সভা:
আদালত বর্জনের সমর্থনে সভা করেছে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। ‘আইনজীবী বৃন্দ সুপ্রিম কোর্ট বার’ ব্যানারে এই সভা করা হয়। এতে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
লইয়ার্স কাউন্সিল:
বিএনপিসহ সরকার বিরোধী আইনজীবীদের পর এবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত পন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। তারা ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলন ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল’ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
আদালত বর্জন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আইনজীবীদের চারটি সংগঠন। আজ রোববার সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আদালত বর্জনের সমর্থনে সভা করে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। আর আদালত বর্জনের নামে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট বার ও আওয়ামী আইনজীবী পরিষদ। এছাড়া পৃথক সংবাদ সম্মেলন করে আদালত বর্জনের ঘোষণা দেন জামায়াতপন্থী আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি :
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মো.আব্দুন নূর দুলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, জাতীয় নির্বাচন একটি সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাধ্যবাধকতা। এই নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন প্রতিহত করার নামে আইনজীবী ফোরাম আদালত বর্জনের যে ডাক দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এরূপ আহ্বান গণতন্ত্র–আইনের শাসনের পরিপন্থী এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই অপপ্রয়াসের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে যে, দেশের সকল আদালত যথারীতি খোলা থাকবে। এ সময় বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, অন্যান্য নেতা এবং আওয়ামী সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ :
আদালত বর্জনের সিদ্ধান্তের প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বারের সংবাদ সম্মেলনের পরপরই আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ন সংবাদ সম্মেলনে কথা বলে। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট বশির আহমেদসহ আওয়ামীপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে তারা আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।
আদালত বর্জনের সমর্থনে সভা:
আদালত বর্জনের সমর্থনে সভা করেছে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। ‘আইনজীবী বৃন্দ সুপ্রিম কোর্ট বার’ ব্যানারে এই সভা করা হয়। এতে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
লইয়ার্স কাউন্সিল:
বিএনপিসহ সরকার বিরোধী আইনজীবীদের পর এবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত পন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। তারা ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলন ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল’ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসীদের গুলিতে প্রতিপক্ষের দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে একটি প্রাইভেট কারে হামলা চালালে এ ঘটনা ঘটে। আহতরা বলছেন, তাঁরা সড়কে টহল দেওয়া পুলিশ সদস্যদের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন। এর মধ্যেই পেছন থেকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের গুলিতে দুজন
৫ ঘণ্টা আগেনিজেদের মধ্যে সংঘর্ষ ও খুনের পর চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির সদ্য ঘোষিত তিনটি কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল শনিবার রাতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগেরাজধানীর ডেমরায় শ্বশুরবাড়িতে নিজের ঘর থেকে মাহফুজা বেগম লিপি (৪৫) এক বিধবার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ঘরের সামনের কেচি গেট ও দরজা খোলা অবস্থায় পায় তারা। ওই নারীর মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় ছিল। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
৬ ঘণ্টা আগেবরিশালের আগৈলঝাড়ায় ৬ ও ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ পিটুনি দেওয়া হয়। অভিযুক্ত যুবকের নাম আব্দুর রহমান (৩৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা। তিনি কয়েক দিনের ব্যবধানে দুই শিশুকে ধর্ষণ করেন বলে
৬ ঘণ্টা আগে