চার আইনজীবী সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ২২: ৫৪
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০০: ৪৮

আদালত বর্জন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আইনজীবীদের চারটি সংগঠন। আজ রোববার সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আদালত বর্জনের সমর্থনে সভা করে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। আর আদালত বর্জনের নামে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট বার ও আওয়ামী আইনজীবী পরিষদ। এছাড়া পৃথক সংবাদ সম্মেলন করে আদালত বর্জনের ঘোষণা দেন জামায়াতপন্থী আইনজীবীরা। 

সংবাদ সম্মেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। ছবি: আজকের পত্রিকাসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি : 
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মো.আব্দুন নূর দুলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, জাতীয় নির্বাচন একটি সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাধ্যবাধকতা। এই নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন প্রতিহত করার নামে আইনজীবী ফোরাম আদালত বর্জনের যে ডাক দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এরূপ আহ্বান গণতন্ত্র–আইনের শাসনের পরিপন্থী এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ। 

তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই অপপ্রয়াসের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে যে, দেশের সকল আদালত যথারীতি খোলা থাকবে। এ সময় বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, অন্যান্য নেতা এবং আওয়ামী সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ : 
আদালত বর্জনের সিদ্ধান্তের প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বারের সংবাদ সম্মেলনের পরপরই আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ন সংবাদ সম্মেলনে কথা বলে। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট বশির আহমেদসহ আওয়ামীপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে তারা আদালত বর্জন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। 

আদালত বর্জনের সমর্থনে সভা করেছে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। আদালত বর্জনের সমর্থনে সভা: 
আদালত বর্জনের সমর্থনে সভা করেছে বিএনপি–জামায়াত সমর্থক আইনজীবীরা। ‘আইনজীবী বৃন্দ সুপ্রিম কোর্ট বার’ ব্যানারে এই সভা করা হয়। এতে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ। 

 সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের নেতারা। ছবি: আজকের পত্রিকালইয়ার্স কাউন্সিল: 
বিএনপিসহ সরকার বিরোধী আইনজীবীদের পর এবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত পন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। তারা ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলন ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল’ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত