ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুজনের লাশ উদ্ধার করতে গেলে দুই পুলিশ সদস্য স্থানীয়দের মারধরের শিকার হন। স্থানীয় লোকজনের দাবি, দুর্ঘটনাস্থলে পুলিশের চেকপোস্ট চলছিল। তা পাশ কাটিয়ে মোটরসাইকেলটি যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠি দিয়ে তাড়া করলে এই দুর্ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা তাঁদের মারধর করেন।
আজ রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার ছকরিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুর পৌরসভার শোভারামপুর এলাকার গোকুল বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (২২) এবং তাঁর ভগ্নিপতি বাধন দাস (২৭)।
আহত ব্যক্তিরা হলেন এটিএসআই আনোয়ার হোসেন ও সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, মুক্তা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং বাসটি প্রায় ২০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই প্রান্ত বিশ্বাস ও বাধন দাসের মৃত্যু হয়।
ওসি সালাউদ্দিন চৌধুরী আরও বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করতে গেলে স্থানীয়রা বাধা দেন। তখন এটিএসআই আনোয়ার লাশ উদ্ধার করতে গেলে তাঁকে স্থানীয় লোকজন মারধর করে। তখন শফিকুল ইসলামকেও মারধর করে। এ ঘটনায় আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, হাইওয়ে পুলিশের চেকপোস্টের কারণে এ দুর্ঘটনা ঘটে। তাঁদের দাবি, মোটরসাইকেলটি চেকপোস্ট পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠি দিয়ে আঘাত করে, যা দুর্ঘটনার কারণ হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, চেকপোস্টটি ঘটনাস্থল থেকে দূরে ছিল এবং স্থানীয় লোকজনের অভিযোগ অসত্য।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানিয়েছেন, লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মুক্তা পরিবহন বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ১
অপর দিকে আজ সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাসাগাড়ি এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয় এবং আহত হয় বাসের ১০ জন যাত্রী। নিহত ব্যক্তি মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের আলেফ খাঁর ছেলে সাজ্জাদ খাঁ। সে দুর্ঘটনাকবলিত বাসটির কন্ডাক্টর ছিল বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে আসছিল বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। একই সময়ে ফরিদপুরগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি পাশের খাদে পড়ে যায়। এ ছাড়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, এ ঘটনা ঘটনাস্থলে একজন মারা যায়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. রোকিবুজ্জামান আরও জানান, ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে, বাসটি সড়কের পাশের খাদ থেকে উদ্ধারের প্রক্রিয়া চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুজনের লাশ উদ্ধার করতে গেলে দুই পুলিশ সদস্য স্থানীয়দের মারধরের শিকার হন। স্থানীয় লোকজনের দাবি, দুর্ঘটনাস্থলে পুলিশের চেকপোস্ট চলছিল। তা পাশ কাটিয়ে মোটরসাইকেলটি যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠি দিয়ে তাড়া করলে এই দুর্ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা তাঁদের মারধর করেন।
আজ রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার ছকরিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুর পৌরসভার শোভারামপুর এলাকার গোকুল বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (২২) এবং তাঁর ভগ্নিপতি বাধন দাস (২৭)।
আহত ব্যক্তিরা হলেন এটিএসআই আনোয়ার হোসেন ও সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, মুক্তা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং বাসটি প্রায় ২০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই প্রান্ত বিশ্বাস ও বাধন দাসের মৃত্যু হয়।
ওসি সালাউদ্দিন চৌধুরী আরও বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করতে গেলে স্থানীয়রা বাধা দেন। তখন এটিএসআই আনোয়ার লাশ উদ্ধার করতে গেলে তাঁকে স্থানীয় লোকজন মারধর করে। তখন শফিকুল ইসলামকেও মারধর করে। এ ঘটনায় আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, হাইওয়ে পুলিশের চেকপোস্টের কারণে এ দুর্ঘটনা ঘটে। তাঁদের দাবি, মোটরসাইকেলটি চেকপোস্ট পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠি দিয়ে আঘাত করে, যা দুর্ঘটনার কারণ হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, চেকপোস্টটি ঘটনাস্থল থেকে দূরে ছিল এবং স্থানীয় লোকজনের অভিযোগ অসত্য।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানিয়েছেন, লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মুক্তা পরিবহন বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ১
অপর দিকে আজ সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাসাগাড়ি এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয় এবং আহত হয় বাসের ১০ জন যাত্রী। নিহত ব্যক্তি মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের আলেফ খাঁর ছেলে সাজ্জাদ খাঁ। সে দুর্ঘটনাকবলিত বাসটির কন্ডাক্টর ছিল বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে আসছিল বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। একই সময়ে ফরিদপুরগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি পাশের খাদে পড়ে যায়। এ ছাড়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, এ ঘটনা ঘটনাস্থলে একজন মারা যায়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. রোকিবুজ্জামান আরও জানান, ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে, বাসটি সড়কের পাশের খাদ থেকে উদ্ধারের প্রক্রিয়া চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
আগামী ১৯ জানুয়ারির মধ্যে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশসহ ৯ দফা দাবি জানিয়েছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা। আজ রোববার (১২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এক মানববন
৩ মিনিট আগেপরীক্ষা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অর্ণব সিংহ রায়কে (২৬) গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেবিডিআর হত্যা মামলার বিচারের জন্য কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করেছে সরকার। আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ আজ রোববার এই আদালত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় চাঁদনি বাবু (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ফতুল্লার পঞ্চবটী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো অস্ত্র (চাকু) উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে