জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার শুরু থেকেই দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ এবং তা অনেকবার প্রকাশ্যে ঘোষণাও দেওয়া হয়েছে। এর জন্য ইউজিসিকে আর্মড ফোর্সেস ডিভিশনে লিখিতভাবে অনুরোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুযায়ী ইউজিসিকে চিঠি দিয়েছে, যা এখন সেখান থেকে মন্ত্রণালয়ে যাওয়ার অপেক্ষায়।’
আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প ও অস্থায়ী আবাসনের অগ্রগতি নিয়ে উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা বলেন।
উপাচার্য রেজাউল করিম বলেন, ‘সেনাবাহিনীকে কাজ দেওয়ার ক্ষেত্রে ইউজিসিকে চিঠি দেওয়ার পর তা নিয়মিত মনিটরিং করছে জবি কর্তৃপক্ষ। জবি কর্তৃপক্ষ যেহেতু প্রকল্প সেনাবাহিনীকে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে এবং বিষয়টি অব্যাহতভাবে মনিটরিং করছে, তাই এ বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকার সুযোগ নেই।’
প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে উপাচার্য বলেন, ‘জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের সব কাজ দুর্নীতিতে নিমজ্জিত এবং অদক্ষতায় জর্জরিত। এতে অর্থছাড় বন্ধ থাকায় সব কাজ আপাতত থমকে আছে। অর্থছাড়ের এই নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে গত বছরের ২৭ নভেম্বর চিঠি পাঠিয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আজকেও (রোববার) এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগির অর্থছাড়ের নিষেধাজ্ঞা উঠে যাবে এবং পুরোদমে সব কাজ শুরু হবে।’
উল্লেখ্য, প্রকল্পের মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত মন্ত্রণালয়ের পত্রে উল্লিখিত শর্তসমূহের বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবগত করে মাননীয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় বরাবর গত ৬ জানুয়ারি চিঠি পাঠানো হয়েছে।
তিন দফা দাবিতে অনশনে বসা শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে আমরা একমত। সেই লক্ষ্যে কাজ চলমান রয়েছে। অনশনে বসা শিক্ষার্থীদের আমরা বোঝাব।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার শুরু থেকেই দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ এবং তা অনেকবার প্রকাশ্যে ঘোষণাও দেওয়া হয়েছে। এর জন্য ইউজিসিকে আর্মড ফোর্সেস ডিভিশনে লিখিতভাবে অনুরোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুযায়ী ইউজিসিকে চিঠি দিয়েছে, যা এখন সেখান থেকে মন্ত্রণালয়ে যাওয়ার অপেক্ষায়।’
আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প ও অস্থায়ী আবাসনের অগ্রগতি নিয়ে উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা বলেন।
উপাচার্য রেজাউল করিম বলেন, ‘সেনাবাহিনীকে কাজ দেওয়ার ক্ষেত্রে ইউজিসিকে চিঠি দেওয়ার পর তা নিয়মিত মনিটরিং করছে জবি কর্তৃপক্ষ। জবি কর্তৃপক্ষ যেহেতু প্রকল্প সেনাবাহিনীকে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে এবং বিষয়টি অব্যাহতভাবে মনিটরিং করছে, তাই এ বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকার সুযোগ নেই।’
প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে উপাচার্য বলেন, ‘জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের সব কাজ দুর্নীতিতে নিমজ্জিত এবং অদক্ষতায় জর্জরিত। এতে অর্থছাড় বন্ধ থাকায় সব কাজ আপাতত থমকে আছে। অর্থছাড়ের এই নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে গত বছরের ২৭ নভেম্বর চিঠি পাঠিয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আজকেও (রোববার) এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগির অর্থছাড়ের নিষেধাজ্ঞা উঠে যাবে এবং পুরোদমে সব কাজ শুরু হবে।’
উল্লেখ্য, প্রকল্পের মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত মন্ত্রণালয়ের পত্রে উল্লিখিত শর্তসমূহের বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবগত করে মাননীয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় বরাবর গত ৬ জানুয়ারি চিঠি পাঠানো হয়েছে।
তিন দফা দাবিতে অনশনে বসা শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে আমরা একমত। সেই লক্ষ্যে কাজ চলমান রয়েছে। অনশনে বসা শিক্ষার্থীদের আমরা বোঝাব।’
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার বালিয়াঘাট্টা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
১ few সেকেন্ড আগেরাজবাড়ীর কালুখালীতে দুটি বাসের সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে একটি বাসের চালক মারা গেছেন। অপর ১১ আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
৩৬ মিনিট আগেফরিদপুরের গেরদার কাফুরা লেভেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস রক্ষার চেষ্টাকারী আহত চা-দোকানি জিন্নাত চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে তিনি মারা যান।
৪৪ মিনিট আগেবরিশালের মুলাদীতে খালে বাঁধ দিয়ে মাছের খামার তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাজীরচর ইউনিয়নের চরবাহাদুরপুর গ্রামের একটি খাল দখল করে এই খামার তৈরি করা হয়। এতে ওই এলাকার ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা করেছেন স্থানীয় কৃষকেরা।
১ ঘণ্টা আগে