উত্তরায় বিএনপির মশাল মিছিল থেকে আটক ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০০: ৩০

রাজধানীর উত্তরায় বিএনপির মশাল মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে করা হয়েছে। তবে পুলিশ দুজনের কথা স্বীকার করেছে।

উত্তরার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশের সড়ক থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করে পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. রিয়াজ উদ্দিনের ছেলে মো. জাকারিয়া ওরফে পান্না (৩৮), মাদারীপুরের কালকিনি উপজেলার আজগর আলী কবিরাজের ছেলে মাসুম সরদার (৩০), বগুড়ার গাবতলী উপজেলার আব্দুস ছালেকের ছেলে শফিকুল ইসলাম (৪০)।

গাজীপুরের টঙ্গীর বাসিন্দা জাকারিয়া ও উত্তরা ১১ নম্বর সেক্টরের বাসিন্দা শফিকুল ইসলাম, উত্তরা পশ্চিম থানা এলাকার বাসিন্দা মাসুম সরদার। তবে বাকি একজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসিন্দা সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা মশাল মিছিল বের করার জন্য লাঠি সোটায় আগুন লাগাচ্ছিল, ওই সময় আমরা দুজনকে আটক করে সাইডে এনে রাখি। পরে ২০/২৫ জন বিএনপির নেতা-কর্মী উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে মশাল মিছিল করে। তারা মিছিল শেষে যাওয়ার পথে আরও দুজনকে আটক করা হয়।’

সুজন মিয়া বলেন, ‘আটকের পর থানা-পুলিশকে খবর দিয়ে পুলিশের দুটি গাড়িতে দুজন করে চারজন তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃতদেরকে যাচাই বাছাই চলছে। যাদের বিরুদ্ধে নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক মাসুম সরদার ও জাকারিয়া পান্নার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত