উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় বিএনপির মশাল মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে করা হয়েছে। তবে পুলিশ দুজনের কথা স্বীকার করেছে।
উত্তরার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশের সড়ক থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করে পুলিশ।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. রিয়াজ উদ্দিনের ছেলে মো. জাকারিয়া ওরফে পান্না (৩৮), মাদারীপুরের কালকিনি উপজেলার আজগর আলী কবিরাজের ছেলে মাসুম সরদার (৩০), বগুড়ার গাবতলী উপজেলার আব্দুস ছালেকের ছেলে শফিকুল ইসলাম (৪০)।
গাজীপুরের টঙ্গীর বাসিন্দা জাকারিয়া ও উত্তরা ১১ নম্বর সেক্টরের বাসিন্দা শফিকুল ইসলাম, উত্তরা পশ্চিম থানা এলাকার বাসিন্দা মাসুম সরদার। তবে বাকি একজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসিন্দা সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা মশাল মিছিল বের করার জন্য লাঠি সোটায় আগুন লাগাচ্ছিল, ওই সময় আমরা দুজনকে আটক করে সাইডে এনে রাখি। পরে ২০/২৫ জন বিএনপির নেতা-কর্মী উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে মশাল মিছিল করে। তারা মিছিল শেষে যাওয়ার পথে আরও দুজনকে আটক করা হয়।’
সুজন মিয়া বলেন, ‘আটকের পর থানা-পুলিশকে খবর দিয়ে পুলিশের দুটি গাড়িতে দুজন করে চারজন তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।’
এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃতদেরকে যাচাই বাছাই চলছে। যাদের বিরুদ্ধে নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক মাসুম সরদার ও জাকারিয়া পান্নার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
রাজধানীর উত্তরায় বিএনপির মশাল মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে করা হয়েছে। তবে পুলিশ দুজনের কথা স্বীকার করেছে।
উত্তরার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশের সড়ক থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করে পুলিশ।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. রিয়াজ উদ্দিনের ছেলে মো. জাকারিয়া ওরফে পান্না (৩৮), মাদারীপুরের কালকিনি উপজেলার আজগর আলী কবিরাজের ছেলে মাসুম সরদার (৩০), বগুড়ার গাবতলী উপজেলার আব্দুস ছালেকের ছেলে শফিকুল ইসলাম (৪০)।
গাজীপুরের টঙ্গীর বাসিন্দা জাকারিয়া ও উত্তরা ১১ নম্বর সেক্টরের বাসিন্দা শফিকুল ইসলাম, উত্তরা পশ্চিম থানা এলাকার বাসিন্দা মাসুম সরদার। তবে বাকি একজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসিন্দা সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা মশাল মিছিল বের করার জন্য লাঠি সোটায় আগুন লাগাচ্ছিল, ওই সময় আমরা দুজনকে আটক করে সাইডে এনে রাখি। পরে ২০/২৫ জন বিএনপির নেতা-কর্মী উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে মশাল মিছিল করে। তারা মিছিল শেষে যাওয়ার পথে আরও দুজনকে আটক করা হয়।’
সুজন মিয়া বলেন, ‘আটকের পর থানা-পুলিশকে খবর দিয়ে পুলিশের দুটি গাড়িতে দুজন করে চারজন তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।’
এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃতদেরকে যাচাই বাছাই চলছে। যাদের বিরুদ্ধে নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক মাসুম সরদার ও জাকারিয়া পান্নার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে