ঢাবি প্রতিনিধি
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দম্পতিকে মারধর, ২২ হাজার টাকা ছিনতাই ও এটিএম কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের দুই সদস্যের নাম উল্লেখ এবং ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা হল শাখা ছাত্রলীগের সদস্য ও ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ফাহিম তাজওয়ার জয়, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সাজিদ আহমেদ। সাজিদ আহমেদও হল শাখা ছাত্রলীগের সদস্য হিসেবে রয়েছেন।
মাস্টারদা সূর্যসেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব বাদী হয়ে আজ সোমবার এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী দম্পতিকে শহীদ মিনার এলাকায় জয়-সাজিদসহ আরও ১০ থেকে ১২ জন খারাপ ভাষায় গালাগাল, শ্লীলতাহানি ও মারধর করে। এ সময় তাঁদের থেকে ২২ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনতাই করে। খবর পেয়ে মামলার বাদী ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁকে ও তাঁর ছেলেকে সেখানে মারধর করা হয়।
আব্দুল মোতালেব আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দিনরাত ছাত্রদের জন্য কাজ করি, আমার পরিচয় দেওয়ার পরেও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পায়নি তাঁরা। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি, আমার ভাগনি ও তাঁর স্বামী ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী শিখছে।’
মোতালেব আরও বলেন, ‘ওই দিন রাতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনকে অবহিত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আইনের দ্বারস্থ হতে পরামর্শ দিয়েছেন।’
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অবহিত হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দম্পতিকে মারধর, ২২ হাজার টাকা ছিনতাই ও এটিএম কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের দুই সদস্যের নাম উল্লেখ এবং ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা হল শাখা ছাত্রলীগের সদস্য ও ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ফাহিম তাজওয়ার জয়, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সাজিদ আহমেদ। সাজিদ আহমেদও হল শাখা ছাত্রলীগের সদস্য হিসেবে রয়েছেন।
মাস্টারদা সূর্যসেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব বাদী হয়ে আজ সোমবার এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী দম্পতিকে শহীদ মিনার এলাকায় জয়-সাজিদসহ আরও ১০ থেকে ১২ জন খারাপ ভাষায় গালাগাল, শ্লীলতাহানি ও মারধর করে। এ সময় তাঁদের থেকে ২২ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনতাই করে। খবর পেয়ে মামলার বাদী ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁকে ও তাঁর ছেলেকে সেখানে মারধর করা হয়।
আব্দুল মোতালেব আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দিনরাত ছাত্রদের জন্য কাজ করি, আমার পরিচয় দেওয়ার পরেও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পায়নি তাঁরা। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি, আমার ভাগনি ও তাঁর স্বামী ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী শিখছে।’
মোতালেব আরও বলেন, ‘ওই দিন রাতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনকে অবহিত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আইনের দ্বারস্থ হতে পরামর্শ দিয়েছেন।’
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অবহিত হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৪৩ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে