Ajker Patrika

প্রেমিকাকে খুশি করতে গোয়েন্দা সেজে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুন ২০২২, ১৮: ৪৬
প্রেমিকাকে খুশি করতে গোয়েন্দা সেজে ধরা

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) পরিচয়দানকারী একজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে গোয়েন্দা সংস্থাটির সহকারী পরিচালক (এডি) পদের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম রুবেল ইসলাম (২৮)। 

আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম। তিনি জানান, ‘এনএসআই পরিচয় দেওয়া একজনকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে বিক্ষোভ করছিলেন মুসল্লিরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবস্থান করছিলেন রুবেল। তাঁর বুকে ঝোলানো আইডি কার্ড দেখে কর্তব্যরত গোয়েন্দা সদস্যদের সন্দেহ হলে তাঁরা বিষয়টি মোহাম্মদপুর থানা ‍পুলিশকে জানান। পুলিশ তাৎক্ষণিকভাবে রুবেলকে আটক করে হেফাজতে নেয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া এনএসআই সদস্য পরিচয় দেওয়ার কথা স্বীকার করে রুবেল পুলিশকে জানিয়েছে, প্রেমিকাকে খুশি করার জন্য তিনি এনএসআইয়ের সহকারী পরিচালক পদের একটি পরিচয়পত্র তৈরি করেছেন। এনএসআইতে চাকরির পরীক্ষা দিয়েছিল। কিন্তু পাস করতে পারেননি। তবে প্রেমিকার কাছে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিতে এই কার্ড তৈরি করেন।

রুবেল নির্দিষ্ট কোনো পেশা পাওয়া যায়নি। বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়ে আসছিল। আটক রুবেলের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বানিয়াপাড়ায়। তার বাবার নাম তসলিম ‍উদ্দিন। তিনি ঢাকা উদ্যানের বি-ব্লকের তিন নম্বর রোডের একটি বাসায় থাকতেন। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। রুবেলের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত