খ্রিষ্টীয় নববর্ষ: ঢাবি ক্যাম্পাসের প্রবেশমুখে তল্লাশি

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০০: ১৬
Thumbnail image

খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪ কে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। আইডি দেখানোর শর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া ক্যাম্পাসে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, পলাশীর মোড়, শহীদুল্লাহ্‌ হল ক্রসিং, শাহবাগ এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের পাশে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। টিএসসি এলাকায় মাইকিং করে ক্যাম্পাস এলাকায় থেকে বহিরাগতদের বের হয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিমের পক্ষ থেকে বলা হচ্ছে। 

এদিকে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কোনো ধরনের আতশবাজি ফোটানো ও ফানুস ওড়াতে নিষেধ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান রাকিব আজকের পত্রিকাকে বলেন, ‘খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ বিভিন্নভাবে করা যায়। কিন্তু অসুস্থ মানুষ, পশুপাখি ও ছোট্ট বাচ্চাদের কষ্ট হয় এ রকম আতশবাজি ফোটানো উচিত নয়। ফানুস ওড়ালেও পরিবেশের ক্ষতি হয়। আশা করি অন্তত বিশ্ববিদ্যালয় এলাকায় এবারে সেটা না হোক, সে প্রত্যাশা করি।’ 

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে পাঠানো এক নির্দেশনা বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের ভেতরে উন্মুক্ত স্থানে সভা/সমাবেশ করা যাবে না;  আগুন দ্বারা পরিচালিত ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো যাবে না; বিকেল ৫টার পরে ক্যাম্পাসে প্রবেশের সকল গেটে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে; ছাত্র-ছাত্রীরা বৈধ আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে, তবে বন্ধুবান্ধব নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না; সকল হলের নিরাপত্তার স্বার্থে প্রভোস্টগণ ওই দিন সভা আহ্বান করবেন এবং রাত ১১ থেকে সাড়ে ১২ পর্যন্ত সম্মানিত প্রাধ্যক্ষ সব হাউস-টিউটরসহ হলে উপস্থিত থাকবেন। প্রভোস্ট মহোদয়গণ খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে হলে ছাত্র-ছাত্রীদের মাঝে মিষ্টি ও নিমকি বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন। 

সবাইকে নিয়ম মেনে চলতে আহ্বান করা হয় বিজ্ঞপ্তিতে 
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো মাকসুদুর রহমান বলেন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে যেন বহিরাগত প্রবেশ না করে, তার জন্য তল্লাশি চালানো হচ্ছে। ফানুস ওড়ানো, আতশবাজি ও পটকা না ফোটানোর জন্য শিক্ষার্থীদের অনুরোধ করছি। কেউ করলে আমরা বাধা দেব, এটা আমাদের সকলের দায়িত্ব। প্রয়োজন অনুসারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন প্রক্টর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত