কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভা নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে (৪০) খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা । এছাড়াও তাকে ফিরে পেতে এলাকায় মাইকিং করা হয়েছে।
নিখোঁজ ওই কাউন্সিলর প্রার্থী কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মেহেদী হাসানের স্ত্রী আলো বেগম তাঁর স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেদী হাসান বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু সকাল থেকে দুপুর হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। তাঁর ব্যবহৃত মোবাইল-ফোন বন্ধ পেয়ে আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় নিখোঁজের বাবা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে ডালিম প্রতীকে নির্বাচন করছেন মেহেদী হাসান।
গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভা নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে (৪০) খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা । এছাড়াও তাকে ফিরে পেতে এলাকায় মাইকিং করা হয়েছে।
নিখোঁজ ওই কাউন্সিলর প্রার্থী কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মেহেদী হাসানের স্ত্রী আলো বেগম তাঁর স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেদী হাসান বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু সকাল থেকে দুপুর হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। তাঁর ব্যবহৃত মোবাইল-ফোন বন্ধ পেয়ে আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় নিখোঁজের বাবা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে ডালিম প্রতীকে নির্বাচন করছেন মেহেদী হাসান।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৪ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে