Ajker Patrika

ভেদরগঞ্জে ইলিশ রক্ষা অভিযানে হামলা, পুলিশসহ আহত ৫, নিখোঁজ ১ 

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৩: ০৫
ভেদরগঞ্জে ইলিশ রক্ষা অভিযানে হামলা, পুলিশসহ আহত ৫, নিখোঁজ ১ 

ভেদরগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করার সময় উপজেলা মৎস্য অফিসের কর্মীদের ওপর হামলা করেছেন জেলেরা। এতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসের তিনজন মৎস্য সম্প্রসারণ কর্মী ও দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর থেকে মৎস্য বিভাগের কর্মী আব্দুল বারেক মিয়া নিখোঁজ রয়েছেন। এ ছাড়া পুলিশের একটি আগ্নেয়াস্ত্র হারিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মরিছাকান্দি এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে। 

উপজেলা সিনিয়র মৎস্য বিভাগের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মা ইলিশ শিকার করছেন জেলেরা—এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের পদ্মা নদীতে অভিযান চালান উপজেলা মৎস্য বিভাগের কর্মী ও পুলিশ সদস্যরা। তাঁরা একটি স্পিডবোট নিয়ে অভিযানে গেলে মরিছাকান্দি এলাকায় জেলেরা তাঁদের ওপর হামলা করেন। এ সময় তাঁদের বহনকারী স্পিডবোট উল্টে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশ সদস্য ও মৎস্য বিভাগের কর্মীদের উদ্ধার করেন। 

এ হামলায় মৎস্য বিভাগের মৎস্য সম্প্রসারণ কর্মী জাহাঙ্গীর হোসেন, ওমর আলী, মাঠ ক্ষেত্র সহকারী কর্মকর্তা বিশ্বজিৎ দাস এবং সখীপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্য মেহেদী হাসান আহত হন। 

নজরুল ইসলাম আরও জানান, ঘটনার পর থেকে মৎস্য বিভাগের মৎস্য সম্প্রসারণ কর্মী আব্দুল বারেক নিখোঁজ আছেন। এ সময় পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র হারিয়ে যায়। একটি উদ্ধার করা গেলেও আরেকটি এখনো পাওয়া যায়নি। 

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, ‘পদ্মা নদীতে জেলেরা শনিবার দুই দফা অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলা করে। আমরা পাঁচজনকে আটক করতে পেরেছিলাম। আর সন্ধ্যায় হামলার ঘটনায় পুলিশের একটি অস্ত্র হারিয়ে গেছে।’ 

সখীপুর থানার ওসি আসসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘জেলেদের হামলার কারণে মৎস্য বিভাগের কর্মী ও পুলিশ সদস্যদের বহনকারী একটি স্পিডবোট তলিয়ে যায়। তাতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশের কিছু সরঞ্জাম হারিয়ে গেছে। নদী থেকে তা উদ্ধারের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত